আমি ব্যালন ডি’অর জিতব : এমবাপ্পে

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ব্যালন ডি’অর জিততে হলে কি করতে হবে জানি আমি। আমি এটা জেতার জন্য যা যা করতে হবে তা করব, আমি জিতব এটা। বলেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ‘ক্যানাল প্লাস’-এ দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বিশ্বকাপজয়ী এমবাপ্পের লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ ও ব্যালন ডি’অর। তিনি বলেন, ‘কোন ট্রফিটা জিততে চাই? অবশ্যই চ্যাম্পিয়নস লিগ, এজন্য আমি এসেছি বিশ্বের সেরা ক্লাবে। ইউরো আছে, কোনো একদিন হয়তো অলিম্পিকেও খেলব। ব্যালন ডি’অর জিততে হলে কি করতে হবে জানি আমি। মাঠ ও মাঠের বাইরে অনেক কিছু করতে হয়। যখন আমি এটা জেতার জন্য যা যা করতে হবে তা করব, আমি জিতব এটা। তার বিরুদ্ধে উঠা ধর্ষণের অভিযোগ নিয়েও কথা বলেন ফরাসি তারকা। গত অক্টোবরে ছুটিতে সুইডেনের রাজধানী স্টকহোমে গিয়েছিলেন এমবাপ্পে। সেখানেই তার বিরুদ্ধে উঠে ধর্ষণের বিস্ফোরক অভিযোগ। সুইডেনের দুটি সংবাদমাধ্যম ‘আফতোব্লাদেত’ ও ‘এক্সপ্রেসেন’ জানিয়েছিল, এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত শুরুর কথা। সাক্ষাৎকারে এ নিয়ে এমবাপ্পে বলেন, আমি বিস্মিত হয়েছিলাম। সবসময়ই বিস্ময় কাজ করছিল (অভিযোগটা নিয়ে)। কিছুই পাইনি আমি (আদালত থেকে), কোনোও নোটিশও না। সবাই পত্রিকায় যা পড়েছেন, আমিও সেটা পড়েছি। সুইডিশ সরকার কিছু বলেনি এ নিয়ে। মোটেও জড়িত না আমি, এটা শুধু ভুল বোঝাবুঝি।

রিয়ালে আসার পর ফ্রান্সের টেলিভিশন দেখেন না বলে জানিয়েছেন এমবাপ্পে। এর বদলে মানিয়ে নিচ্ছেন স্পেনের নতুন সংস্কৃতির সঙ্গে। কথা বলেছেন ফ্রান্সের রাজনীতি নিয়ে। আর জাতীয় দল নিয়ে জানালেন নিজের নিবেদনের কথা।