ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ম্যাচ জয়ের জন্য স্লেজিং দরকার : তামিম

ম্যাচ জয়ের জন্য স্লেজিং দরকার : তামিম

শাহ জালাল বিমানবন্দরে আনন্দমুখর পরিবেশে অপেক্ষায় বিবিসির কর্তাব্যক্তি ও সাংবাদিকরা। দেশের মাটিতে পা ফেললেই সূর্যসন্তানদের সাদরে অভ্যর্থণা জানানোর জন্য প্রস্তুত সবাই। গত সোমবার রাত এগারোটায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপাজয়ী বাংলাদেশ দল বিমানবন্দরে এসে পৌঁছায়। দেশের ক্রিকেটে আরো একটি আনন্দঘন মুহূর্ত দেখা গেল তখনি।

শুরুতে বাংলাদেশের যুবাদের ফুল দিয়ে বরণ করে নেন বিসিবির কর্তারা। পরবর্তীতে কেক কেটে শিরোপা উদযাপন করেন। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে এশিয়া জয়ের অপূর্ব গল্প শোনান বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা তো চাট্টিখানি কথা নয়। বাংলাদেশের জন্যও এ যাত্রা ছিল কঠিন। সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে হয়েছিল বাংলাদেশের যুবাদের। ফাইনালে কঠিন প্রতিপক্ষ ভারত। দুই দেয়াল টপকে যেতে কতটা কষ্ট করতে হয়েছে, তা ক্রিকেটাররা ছাড়া অন্য কেউ হয়তো বুঝবেন না। তামিম মনে করছেন আল্লাহ তাদেরকে কষ্টের পুরস্কার দিয়েছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এই সাফল্য দলগত পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফসল। আমরা শুরু থেকেই একে অপরের পাশে ছিলাম। অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ স্তর থেকে এই দলটা গড়ে উঠেছে। সবার পরিশ্রমের ফলেই আজ আমরা চ্যাম্পিয়ন। আল্লাহ আমাদের সেই কষ্টের পুরস্কার দিয়েছেন।’

নিজেদের কষ্টার্জিত ট্রফি দেশের জন্য উৎসর্গ করেন তামিম। তিনি বলেন, ‘এই ট্রফি শুধুমাত্র আমাদের নয়, পুরো দেশের জন্য। মাঠে প্রবাসী দর্শকদের সমর্থন দেখে মনে হয়েছে, আমরা শুধু খেলছি না, দেশের নাম উজ্জ্বল করছি।’

দুবাইয়ে ফাইনালে ভারতের ইনিংসের সময় গ্যালারিতে বসে তাকবির (আল্লাহ আকবার) দিতে থাকে বাংলাদেশি প্রবাসীরা। ওই সময়ের কথা উল্লেখ করে তামিম বলেন, ‘গ্যালারি থেকে যখন আল্লাহু আকবর ধ্বনি শোনা যাচ্ছিল, সেটা একজন মুসলিম হিসেবে আমাকে ভীষণ গর্বিত করেছে। আমাদের সমর্থনে যারা সকাল থেকে মাঠে ছিলেন, তাদের জন্যই আমরা খেলাটা আরো বেশি উপভোগ করেছি।’ সেমিতে পাকিস্তানের সঙ্গে বাকযুদ্ধ করেছে বাংলাদেশ।

একে অন্যকে স্লেজিং করেছিল। তামিম জানালেন, ম্যাচ জয়ের জন্য স্লেজিংয়ের দরকার আছে। ভারতকেও ছাড় দেয়নি যুবারা। অ্যাগ্রেশন দেখিয়ে আলোচনায় আসেন দেবাশীষ। পাকিস্তানের বিপক্ষে স্লেজিংয়ের কী ঘটেছিল তা নিয়ে তামিম জানান, ব্যাটিংয়ের সময় পাকিস্তানি বোলার তাকে প্রশ্ন করেছিলেন, ‘বল দেখেছিস?’ পরের বলে ছক্কা মেরে তামিম জবাবে দেন, ‘তুই বল দেখেছিস?’ এশিয়া কাপ জয়ের এবার বাংলাদেশের লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ জয়। এ বিষয়ে তামিম বলেন, ‘আমাদের জন্য বিশ্বকাপ হবে সবচেয়ে বড় পরীক্ষা। আমরা প্রস্তুত হচ্ছি এবং আরো ভালো কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত