বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ২৪ বছর পর পতন হয়েছে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের। তার বিদায়ের পর দেশটি ঢেলে সাজানো হচ্ছে নতুন করে। যার ছোঁয়া লেগেছে ফুটবলেও। বদলে গেছে দেশটির ফুটবল দলের লোগো ও জার্সি। এ দুটিতে লাল রঙের পরিবর্তন করা হয়েছে সবুজ রং দিয়ে। সিরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন লোগো প্রকাশ করেছে, যেখানে সবুজ রং ব্যবহার করা হয়েছে। এদিকে সিরিয়ার ফুটবলের একটি অনানুষ্ঠানিক ফেসবুক পেইজে সবুজ জার্সি পরা খেলোয়াড়দের ছবি পোস্ট করে বলা হয়েছে, ‘এটি সিরিয়ার খেলার জগতের প্রথম ঐতিহাসিক পরিবর্তন, যা স্বজনপ্রীতি, পক্ষপাত ও দুর্নীতিমুক্ত।’