বিসিবির নতুন উদ্যোগে খুশি ক্রিকেটাররা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাইরে আরেকটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট হোক, চাওয়া ছিল অনেকদিনের। অবশেষে এই আকাঙ্ক্ষার পূরণ হচ্ছে। বেশ জমকালো আয়োজনে মাঠে গড়াতে চাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি। আজ বুধবার থেকে সিলেটের দুই মাঠে হবে ম্যাচগুলো। ঢাকায় ট্রফি উন্মোচনের পর গতকাল মঙ্গলবার সিলেটে হয়েছে ক্যাপ্টেন্স মিটও। সেখানে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাওয়ায় নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন তারা।
* আকবর আলী, অধিনায়ক, রংপুর : এটা আমাদের অনেক দিনের চাওয়া ছিল। বিপিএলের বাইরে শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনেক বছর ধরেই চাচ্ছিলাম। যেটা এবার হচ্ছে। অনেক ভালো উদ্যোগ। আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। এটা আশা করি সামনের বিপিএলেও সাহায্য করবে।
* রংপুর দল : আকবর আলী (অধিনায়ক), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মিম মোসাদ্দেক, খালিদ হাসান, নাঈম ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, তানভীর হায়দার, আরিফুল হক, রবিউল হক, আলাউদ্দিন বাবু, আবু হাশিম, আরিফ আহমেদ, এনামুল হক, মুকিদুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন।
* সুমন খান, প্রতিনিধি, ঢাকা বিভাগ : আমাদের দলের কম্বিনেশন সব দিক দিয়েই ভালো। খেলা যেহেতু মাঠে, মাঠেই প্রমাণ করতে চাই।
* ঢাকা বিভাগ স্কোয়াড : সাইফ হাসান (অধিনায়ক), রনি তালুকদার, আশিকুর রহমান, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আরিফুল ইসলাম, শুভাগত হোম, তাইবুর রহমান, নাজমুল ইসলাম, আসিফ হাসান, মেহেদী হাসান, এনামুল হক, রিপন মন্ডল, সুমন খান, সালাউদ্দিন শাকিল।
* সোহাগ গাজী, অধিনায়ক, বরিশাল : মাঠের ক্রিকেট আসলে যারা ভালো খেলবে তাদের কাছেই যাবে ফল। আমরা চেষ্টা করব মাঠে কত ভালো খেলা যায়। ভুল ত্রুটি যত কম করা যায়।
* বরিশাল বিভাগ স্কোয়াড : সোহাগ গাজী (অধিনায়ক), ইফতেখার হোসেন, আব্দুল মজিদ, মইনুল ইসলাম, ফজলে মাহমুদ, সালমান হোসেন, শামসুল ইসলাম, আহরার আমিন, মইন খান, তানভীর ইসলাম, জেহাদুল হক, কামরুল ইসলাম, রুয়েল মিয়া, নুর মোহাম্মদ, মেহেদী হাসান।
* ইয়াসির আলী, অধিনায়ক, চট্টগ্রাম : কাজে দেখাই, কথা কম বলি। মাঠেই দেখাব আমরা। দলে তারকা ক্রিকেটার তামিম ইকবালের থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটার থাকা একটা বুস্ট আপ। তিনিও চাইবেন সেরাটা যেন দিতে পারেন। তার উপস্থিতি তরুণ ক্রিকেটারদের জন্যও অনেক বড় অনুপ্রেরণা।’
* চট্টগ্রাম বিভাগ স্কোয়াড : ইয়াসির আলী (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন, ইরফান শুক্কুর, সাব্বির হোসেন শিকদার, সাজ্জাদুল হক, নাঈম হাসান, হাসান মুরাদ, শামিম মিয়া, আশিকুর রহমান, আহমেদ শরিফ, ইরফান হোসেন, ফাহাদ হোসেন।
* প্রীতম কুমার, প্রতিনিধি, রাজশাহী : এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। এমন টুর্নামেন্ট সচরাচর হয় না। বিপিএলের বাইরে এমন একটা টুর্নামেন্ট পাওয়া আমাদের জন্য খুব ভালো টুর্নামেন্ট নিজেদের মেলে ধরার।
* রাজশাহী বিভাগ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাব্বির হোসেন, হাবিবুর রহমান, সাব্বির রহমান, এসএম মেহেরব হাসান, প্রীতম কুমার, শাকির হোসেন, ফরহাদ রেজা, গোলাম কিবরিয়া, তাইজুল ইসলাম, নিহাদউজ্জামান, ওয়াসি সিদ্দিকি, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান, মোহর শেখ।
* নাঈম শেখ, অধিনায়ক, ঢাকা মেট্রো : আমাদের দল সিনিয়র-জুনিয়র মিলে ভালো একটা সমন্বয়। আমার মনে হয় আমার দলের বোলিং আক্রমণ খুবই ভালো। আমরা চাচ্ছিলাম বিপিএলের আগে এরকম একটা ঘরোয়া টুর্নামেন্ট হোক। তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট।
* ঢাকা মেট্রো স্কোয়াড : মোহাম্মদ নাঈম শেখ (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইমরানউজ্জামান, আনিসুল ইসলাম, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, আল আমিন, গাজী তাহজিবুল ইসলাম, রকিবুল হাসান, আরাফাত সানি, আলিস আল ইসলাম, আবু হায়দার, শহিদুল ইসলাম, মারুফ মৃধা।