ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে সমতায় শেষ হওয়ার পর ওয়ানডেতে মুখোমুখি দুই দল। এরপরই মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ডাক পেতে যাচ্ছেন তরুণ পেসার রিপন মন্ডল। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। এদিকে টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরছেন শামীম পাটোয়ারীও।