বছরটা দারুণ গেছে আফগানিস্তানের। ঐতিহাসিক সব সাফল্যে পেছন থেকে ভূমিকা রেখেছেন দলটির কোচ সাবেক ইংল্যান্ড ব্যাটার জনাথন ট্রট। অবদানের কথা মাথায় রেখে ট্রটের চুক্তির মেয়াদ বাড়িয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তার অসামান্য অবদানের প্রশংসা করেছে এসিবি। তবে ৪৩ বয়সীর ইংল্যান্ডে যাওয়ার কথা উঠেছিল। ম্যাথু মট হোয়াইট বল কোচের পদ ছাড়ায় সেই পদের জন্য নাম উঠেছিল আফগানিস্তান কোচের। আফগান ক্রিকেট বোর্ড তার চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর সেটা হচ্ছে ২০২৫ সাল পর্যন্ত। ২০২২ সাল থেকে আফগানিস্তানের কোচের পদে আছেন ট্রট। গত জুনে তার অধীনেই আফগান দল টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করেছে। যে কোনো বিশ্বকাপে তাদের এমন নজির এটাই প্রথম। তার গুরুত্বপূর্ণ অবদানের কথা মাথায় রেখেই আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘তার আড়াই বছরের সাফল্যের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সময়ে দল যথেষ্ট অগ্রগতি ও উন্নতি করেছে।’