যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগ নিষিদ্ধ করলো আইসিসি

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগ নিষিদ্ধ করেছে আইসিসি। নিয়মশৃঙ্খলা ভঙ্গের দায়ে আইসিসি এমন পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ক্রিকেটকে (ইউএসএসি) একটি চিঠি পাঠিয়েছে আইসিসি যা পেয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজও। চিঠিতে জানা গেছে, যুক্তরাষ্ট্রে এরপর টি-টোয়েন্টি ও টি-টেন লিগ আয়োজনের অনুমতি দিচ্ছে না আইসিসি। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, এনসিএলকে বেশ কয়েকবার ছয় থেকে সাত জন বিদেশি খেলোয়াড়কে মাঠে না নামাতে বলা হয়েছে। ওই সংখ্যক বিদেশি খেলোয়াড় যাতে একসঙ্গে ফিল্ডিং না করেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে। কারণ, এনসিএল তেমনটা করলে তা হবে টি-টোয়েন্টি বা টি-টেন লিগের বিরোধী। এই ব্যাপারে আইসিসির নির্দেশিকা হল, প্রত্যেক দলকে তাদের প্লেয়িং একাদশে ন্যূনতম সাত জন স্থানীয় বা ঘরোয়া খেলোয়াড় রাখতে হবে। এ ছাড়াও বেশ কিছু অনুমতি সংক্রান্ত নিয়মও ভঙ্গ করেছে দেশটির লিগগুলো। যুক্তরাষ্ট্রের লিগগুলো অল্প সময়েই বেশ পরিচিত হয়ে ওঠেছিল। লিগ আকর্ষণীয় করতে পাকিস্তানের সাবেক ক্রিকেট ওয়াসিম আকরাম ও ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডসকে অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। এ ছাড়াও লিগের মালিকানায়শচীন টেন্ডুলকার এবং সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি ক্রিকেটারদের যুক্ত করা হয়েছিল।