সম্পূর্ণ স্থানীয় খেলোয়াড় নিয়ে নতুন ফুটবল মৌসুম ভালোভাবেই শুরু করেছে আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচ জয়ের পর সহজ জয়ে শুরু করেছে ফেডারেশন কাপও। গতকাল মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে আবাহনী ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। প্রথমার্ধে ১-০ গোলে লিড নিয়ে দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে আবাহনী।