ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিদায়ের আগে রাফি-যুথির রেকর্ড

বিদায়ের আগে রাফি-যুথির রেকর্ড

ফিনার বিশ্ব সাঁতারে নিজেদেরকে ছাড়িয়ে গেছেন বাংলাদেশের দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও যুথি আক্তার। কিন্তু তারপরও হাঙ্গেরির বিশ্বমঞ্চ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। গতকাল বৃহস্পতিবার হাঙ্গেরির বুদাপেস্টে পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে বাংলাদেশের সামিউল ২৫.০৯ সেকেন্ডে সময় নিয়ে নিজের সাঁতার শেষ করেন। ক্যারিয়ারে এটা তার রেকর্ড। কারণ গতমাসে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপে নৌবাহিনীর এই সাঁতারু রেকর্ড গড়েছেন ২৬.৭৯ সেকেন্ডে। তারপরও ৫১ জনের মধ্যে ৪৮তম। রাফির মতো জাতীয় রেকর্ড অতিক্রম করেছেন আরেক সাঁতারু জুথি আক্তার। ৫০ মিটার নারী ব্যাকস্ট্রোক ইভেন্টে এবার জাতীয় সাঁতারে ৩২.৭৪ টাইমিংয়ে রেকর্ড করেছিলেন। বুদাপেস্টে যুথির টাইমিং ছিল ৩১.৯৪ সেকেন্ড। দুই জনই এই বিশ্বচ্যাম্পিয়নশিপে দুই ইভেন্টে নিজেদের ব্যক্তিগত ও জাতীয় রেকর্ডের চেয়ে সময় কমিয়েছেন। এটা সুখবর হলেও বিশ্ব মানদ-ে অবশ্য অনেক পিছিয়ে বাংলাদেশ। আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৮ জনের মধ্যে যুথির অবস্থান ৫০ তম আর রাফি ৫৫ জনের মধ্যে ৪৮তম। এর মধ্যে খানিকটা আশার আলো রাফির ইভেন্টে দক্ষিণ এশিয়ান প্রতিযোগি ভারতীয় সাঁতারু মাত্র দুই ধাপ এগিয়ে ৪৬ আর যুথির ইভেন্টে শ্রীলঙ্কান সাঁতারু এক ধাপ উপরে ৪৯তম। দীর্ঘমেয়াদি অনুশীলন ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এই দুই জনের এই দুই ইভেন্টে সাফে স্বর্ণ-রৌপ্য পদক অর্জন সম্ভব। যদিও বিশ্ব ক্রীড়াঙ্গনের মানদ-ে সাফের পদক তেমন কোনো পর্যায়ে পড়ে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত