পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর ধৈর্য হারিয়ে ফেলছেন টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি। সর্বশেষ ঘটনা তাকে বিকল্প ভাবতে বাধ্য করছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। কারণ দক্ষিণ আফ্রিকা সফরকে কেন্দ্র করে তার সহকারী কোচ টিম নিয়েলসেনের চুক্তির মেয়াদ বাড়ায়নি পিসিবি। নিয়েলসনকে এই বছরের আগস্টেই নিয়োগ দেয় পিসিবি। তার আনুষ্ঠানিক পদ ছিল মূলত হাইপারফরম্যান্স রেড বল কোচ। অস্ট্রেলিয়ায় পাকিস্তান সফরের পর তার চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। তিনি নিজেও মনে করছিলেন, দলের সঙ্গে ভালো বোঝা পড়া হয়ে গেছে তার। এবং দক্ষিণ আফ্রিা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ ভাবছিলেন। কিন্তু পিসিবি হঠাতই জানিয়ে দিয়েছে, তাকে আর প্রয়োজন নেই!