ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সৌদি বিশ্বকাপ হবে সর্বকালের সেরা

সৌদি বিশ্বকাপ হবে সর্বকালের সেরা

একরকম নিশ্চিতই ছিল, অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সেটিও এসে গেল। ফিফা ঘোষণা করলো দুই বিশ্বকাপের আয়োজক দেশের নাম। ২০৩০ সালের বিশ্বকাপ হবে ৬ দেশে। তবে পরের বিশ্বকাপ ২০৩৪ সালের আসর হবে এক দেশে। প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব। ক্রিস্টিয়ানো রোনালদোর মতে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া ২০৩৪ বিশ্বকাপ সর্বকালের সেরা।

২০৩০ সালের বিশ্বকাপ হবে ৬ দেশে। মূল আয়োজক তিন দেশ- স্পেন, পর্তুগাল ও মরক্কো। তাদের সঙ্গে বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে অতিথি আয়োজকের ভূমিকায় থাকবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। এই তিন দেশের সঙ্গে চিলি মিলে বিশ্বকাপের ১০০ বছর পূর্তিতে মূল আয়োজক হওয়ার বিডিংয়ে অংশ নিয়েছিল। তবে প্রস্তাবনায় স্পেন, পর্তুগাল ও মরক্কোকে এগিয়ে রাখে ফিফা। আর গত বুধবারের ভোটের মাধ্যমে এই তিন দেশকে দেয়া হয়েছে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। তবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েকে হতাশ করেনি ফিফা। ২০৩০ বিশ্বকাপের শুরুর দিকে তিনটি ম্যাচ আয়োজন করবে লাতিন আমেরিকার এই তিনটি দেশ।

সৌদি আরবের কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না। ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য শুধু মধ্যপ্রাচ্যের দেশটিই বিডিংয়ে অংশ নিয়েছিল। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রথমবার ফুটবল মহাযজ্ঞ আয়োজনের দায়িত্ব পেল দেশটি। কাতারের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। তবে সৌদি আরবের বিশ্বকাপ আয়োজক হওয়াকে ভালো চোখে দেখছে মানবাধিকার সংস্থাগুলো। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ২১টি মানবাধিকার সংস্থা যৌথ বিবৃতি দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের শ্রম অধিকার ও ক্রীড়া বিষয়ক প্রধান স্টিভ ককবার্ন যেমন বলেছেন, ‘পর্যাপ্ত মানবাধিকার সুরক্ষা নিশ্চিত না করে সৌদি আরবকে ২০৩৪ সালের বিশ্বকাপ দেয়ার জন্য ফিফার বেপরোয়া সিদ্ধান্ত অনেকের জীবনকে ঝুঁকিতে ফেলবে।’ এদিকে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া ২০৩৪ বিশ্বকাপ সর্বকালের সেরা হবে বলে মন্তব্য করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় রোনালদো খেলছেন সৌদি ক্লাব আল নাসেরের হয়ে। আল নাসেরে যোগ দেয়ার পর থেকেই সৌদি ফুটবলের প্রশংসা করছেন তিনি। সৌদি ২০৩৪ বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়ার পর রোনালদো বলেন, ‘২০৩৪ বিশ্বকাপ হবে সর্বকালের সেরা। এটা অসাধারণ। এখানকার অবকাঠামো, স্টেডিয়াম, ভক্তদের জন্য পরিবেশ এবং সবকিছু মিলিয়ে আমি যা দেখিছি, আমি আশ্বস্ত যে, সৌদির বিশ্বকাপ হবে বিশ্বকাপ ইতিহাসের সেরা।’

সৌদির ফুটবল দ্রুত এগোচ্ছে জানিয়ে রোনালদো বলেন, ‘সৌদির ফুটবল গত বছর খুব দ্রুত এগিয়েছে। পার্থক্য যদি দেখেন, এটা অসাধারণ। এই লিগে বিশ্বের সেরা সাত-আট ক্লাবের কয়েকটি আছে, যাদের হারানো কঠিন। খেলোয়াড়দেরও দ্রুত উন্নতি হয়েছে।’ সৌদির মানুষের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘অসাধারণ দেশ। সৌদির মানুষ খুব ভালো। প্রতি বছর তারা ফুটবল, বক্সিংসহ বড় বড় ইভেন্ট আয়োজন করে। আমার মনে হয়, এখানকার ফুটবলের সম্ভাবনা খুবই উজ্জ্বল। আমি এর অংশ হতে পেরে খুশি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত