ঢাকা ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

এক ম্যাচ পরই জয়ের পথে ফিরল বাংলাদেশ। ভারতের কাছে পরাজয়ে সুপার ফোর পর্ব শুরুর পর নেপালকে হারিয়ে ফাইনালে উঠলো তারা। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশ। গতকাল শুক্রবার কুয়ালালামপুরে বৃষ্টিতে ১১ ওভারে নেমে আসা ম্যাচে ৫৪ রান করতে পারে নেপাল। বাংলাদেশ তা টপকে যায় ৯.৫ ওভারে। একই মাঠে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। নেপালের ভুলও অবশ্য কম ছিল না। প্রথম ছয় ওভারের মধ্যে তারা হারায় ৪ উইকেট। এর তিনটিই রান আউট। দ্বিতীয় উইকেটে ইনিংসের সর্বোচ্চ ১৯ রানের জুটি গড়েন পূজা মাহাতো ও সাবিত্রি ধামি। দুই অঙ্ক ছোঁয়া একমাত্র ব্যাটার ধামি করেন ১২ বলে ১১ রান। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও হাবিবা ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত