ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

হামজাকে পেয়ে খুশি তাবিথ

হামজাকে পেয়ে খুশি তাবিথ

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবরই বটে। একজন বিশ্বমানের ফুটবলার পেতে যাচ্ছে বাংলাদেশ। ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর পর লাল-সবুজ জার্সি গায়ে মাঠ মাতাবেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত এ খেলোয়াড়কে সবুজ সংকেত দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। হামজাকে জাতীয় দলে পেয়ে দারুণ খুশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি তাবিথ আউয়াল। গতকাল শুক্রবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল বললেন, ‘হামজা অবশ্যই ব্র্যান্ড। তবে আমরা এটা নিয়ে আপাতত ভাবছি না। আমরা জাতীয় দলকে জিততে দেখতে চাই। দলকে জেতার মানসিকতায় নিয়ে যেতে চাই। ব্র্যান্ডটা সবাইকে নিয়েই তৈরি করতে পারব বলে আশা করি।’ হামজার অর্ন্তভুক্তিতে দলের শক্তি বাড়ারও আশাবাদ জানালেন বাফুফে সভাপতি, ‘দল অনেক শক্তিশালী হবে, এটা নিয়ে সন্দেহ নেই। হামজা যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার, তাই দলের রক্ষণটা অনেক গোছানো যাবে। পাশাপাশি অবশ্য আক্রমণভাগও ভালো হতে হবে।’ হামজাকে দেখে আরো প্রবাসী ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে অনুপ্রাণিত হবে বলে বিশ্বাস করেন তাবিথ আউয়াল। আরো প্রবাসী ফুটবলারে চোখ তার, ‘প্রবাসে বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই ভালো করছেন। আমি বিশ্বাস করি, হামজা তাদের অনুপ্রেরণা হবেন। বাফুফে চেষ্টা করবে খেলোয়াড়দের নিয়ে নানান তথ্য দিতে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অনেক মেধা আছে। দেশের বাইরে, ইতালিয়ান, জার্মানি কিংবা দক্ষিণ আমেরিকান যারাই আছেন আমি বিশ্বাস করি হামজা তাদের অনুপ্রেরণা জোগাবেন বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য।’ তাবিথ আউয়াল জানিয়েছেন আগামী ২৫ জানুয়ারি প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। চার সপ্তাহের হবে সেটা। আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটা বাংলাদেশ নিচ্ছে গুরুত্বের সঙ্গে। হামজা চৌধুরীর অভিষেক হবে সেই ম্যাচে। ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিয়ে তাবিথ আউয়াল বললেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছি। আমরা ওই ম্যাচের আগে প্রীতি ম্যাচ বা প্রস্তুতি ম্যাচ যাই খেলি না কেন, সেটা ক্লোজড ডোর খেলব। বাইরের কাউকে ম্যাচ দেখার অনুমতি দেব না। এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে একটি দল যাবে গ্রুপ সেরা হয়ে। ভারতের বিপক্ষে ম্যাচটি অনেক গুরুত্ব দিয়ে দেখছি।’

আগামী বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ। ভারতে হতে যাওয়া সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে নতুন অধ্যায় শুরু হতে পারে তার। হামজাকে পেয়ে খুশি জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাও, বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো খবর। হামজা দলে ভারসাম্য বাড়াবে, নিশ্চিতভাবেই বলতে পারি এটা। হামজার সতীর্থ হতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা ভীষণ রোমাঞ্চিত। হামজার সঙ্গে মাঠে নামতে উন্মুখ জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। বর্তমানে ডেনমার্কে থাকা এ মিডফিল্ডার বলেন, আমাদের জন্য এটা অনেক আনন্দের খবর। এমন একটা খবরের জন্য দেড় বছরের বেশি সময় ধরে অপেক্ষায় ছিলাম। সে আমাদের দলের জন্য অনেক বড় শক্তি হয়ে আসছে, তাতে দলও ভীষণভাবে উজ্জীবিত হবে। আমি তো চাই তাকে মার্চেই সঙ্গী হিসেবে পেতে। ভারতের বিপক্ষে ২৫ মার্চ ম্যাচে সে দলের হয়ে খেললে দারুণ হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত