এবার আবাহনীর কাছে হার বসুন্ধরার
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
একই মঞ্চ অথচ কতটা সাদৃশ্যপূর্ণ চিত্র। প্রিমিয়ার লিগে একই মঞ্চে দুই হার বর্তমান চ্যাম্পিয়ন কিংসের। দুটি হারই তারা দেখেছে দেশের দুই ঐতিহ্যবাহী দলের কাছে। প্রথমটি মোহামেডান এবং দ্বিতীয়টি ঢাকা আবাহনীর কাছে। গতকাল শুক্রবার কুমিল্লার ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের চতুর্থ রাউন্ডে ঢাকা আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছে কিংস। জয়ী দলের ফরোয়ার্ড সুমন রেজা ম্যাচের তিন মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন। এর পর আর সেই গোল শোধ দিতে পারেনি কিংস। ১৭ দিনের ব্যবধানে তিনটি হার দেখল রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতার দল। মাঝে ফেডারেশন কাপে ফর্টিজের কাছে ২-০ গোলে হেরেছিল তারা। ঢাকার ফুটবলে কিংস আসার পর এই প্রথম দলটির বিপক্ষে জিতেছে ঢাকার আকাশী হলুদ শিবির। গত ১৪ ডিসেম্বর এই মাঠেই লিগ ম্যাচে মোহামেডানের কাছে ১-০ গোলে হেরেছিল আবাহনী। পুরোপুরি দেশি খেলোয়াড় নিয়ে আবাহনী যতটা সম্ভব লড়াই করেছে। এদিন আরো পরাক্রমশালী কিংসকে হারিয়ে আকাশি-নীলেরা জানান দিয়েছে, দল হিসেবে যাই হোক, আবাহনী নামের ভারে এখনো অনেক কিছু করার ক্ষমতা রাখে। আর সেই কৃতিত্ব অবশ্যই পাবেন কোচ মারুফুল হক। এই জয়ে চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা আবাহনী।