চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব ও তামিম অ্যাভেইলেবল
বিসিবি সভাপতি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
দুই প্রতিবেশী পাকিস্তান ও ভারতের দ্বন্দ্বে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অবশেষে আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্ট নিয়ে অচলাবস্থার অবসান হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আইসিসির আলোচনায় এই সমাধান এসেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানই। তবে এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশ দলে সাকিব আল হাসান কিংবা তামিম ইকবাল খেলবেন কী, খেলবেন না।
এমন প্রশ্নে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। গতকাল শনিবার বোর্ডসভা শেষে সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে প্রশ্নের উত্তরে ফারুক জানান- সাকিব, তামিম অ্যাভেইলেবল আছেন। তিনি বলেন, ‘এখনো কোনো পলিসি নাই, যদি কোনো ক্রিকেটার রিটায়ারমেন্ট না করে থাকে আর যদি নির্বাচকরা মনে করেন তাকে দরকার, তাহলে নির্বাচক কমিটিকে তাদের সঙ্গে আলাপ করা দরকার।’ অ্যাভেইলেবল আছেন কি না, এমন প্রশ্নে ফারুক আরো বলেন, ‘আমি তো একটা কথা বলে দিলাম যদি কোনো ক্রিকেটার অবসর না নিয়ে থাকে, অবশ্যই সে দল নির্বাচনের জন্য অ্যাভেইলেবল।’ এর আগে, জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে দুর্দান্ত খেলার পর তামিমকে নিয়ে আশার কথা শুনিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে বল ঠেলে দিয়েছিলেন বিসিবির কোর্টে। বিসিবি সভাপতি এই ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অ্যাভেইলেবল থাকার কথা। প্রধান নির্বাচক বলেছিলেন, ‘তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস, খুব দ্রুত আমরা এটা অবহিত হতে পারব যে, চ্যাম্পিয়নস ট্রফির জন্য তিনি অ্যাভেইলেবল থাকবেন কি না। যদি থাকেন, তাহলে তো দারুণ।’ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তামিমের মতো সাকিবের অ্যাভেইলেবল থাকার কথা জানালেও এই মুহূর্তে সাকিব সম্পর্কে নতুন কোনো তথ্য দিতে পারেননি বিসিবি প্রধান। ‘সাকিবের ইস্যুটা পুরোপুরি ভিন্ন বিষয়। এটা নতুন করে কিছু নয়। সবশেষ আমরা ওয়েস্ট ইন্ডিজে যে খেলেছি, ও মানসিক অবস্থায় ছিল না তাই যেতে পারেনি। এখন সাকিব আসলে বলবে যে বিপিএল খেলবে কী... আমি আসলে ওর অবস্থা বলতে পারব না। আমার কাছে কোনো আপডেট নেই সাকিবের ব্যাপারে।’ তামিম এনসিএল খেলছেন দেশে। সাকিব দেশে আসতে না পারলেও খেলে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। অ্যাকশন অবৈধতার জন্য বোলিং নিষিদ্ধ হলেও ব্যাট হাতে ঝড় তুলেছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা ওঠার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। খেলা হবে হাইব্রিড মডেলে। বিষয়টি চূড়ান্ত হলেও এখন পর্যন্ত সূচি প্রকাশ হয়নি।