শামিম-জাকেরের আচরণে মুগ্ধ বিশপ

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসসি) প্রতি বছরই ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার প্রদান করে থাকে। এখন পর্যন্ত বাংলাদেশের কেউ পুরস্কার পাননি। এবার ওয়েস্ট ইন্ডিজের জীবন্ত কিংবদন্তি ইয়ান বিশপ সুপারিশ করলেন জাকের আলী ও শামিম হোসেনকে এ পুরস্কার দেয়ার। বাংলাদেশের এ দুই উদীয়মান তারকার স্পোর্টসম্যানশিপে মুগ্ধ হয়েছেন সাবেক এ ক্যারিবিয়ান গ্রেট। বাংলাদেশ-উইন্ডিজের মধ্যেকার শেষ টি-টোয়েন্টি ম্যাচের বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারে গুড়াকেশ মোতির করা প্রথম বল মিড উইকেটের উপর দিকে মারার চেষ্টা করেন জাকের। তবে টাইমিং না হয়ায় উচ্চতা কিংবা দূরত্ব কোনোটাই পাননি, সীমানায় দাঁড়িয়ে থাকা ফিল্ডার ওবেদ ম্যাকয়ের খানিকটা সামনে গিয়ে পড়ে বল। তখন ডাইভ দিয়ে ক্যাচ নেয়ার চেষ্টা করেন ম্যাকয়, তবে নিতে পারেননি। আঘাত পান হাতে। ফিল্ডার বল জমাতে না পারায় জাকের ও শামিম দৌড়ে রান নেন।

দ্বিতীয় রান নেয়ার পর বুঝতে পারেন ফিল্ডার আঘাত পেয়ে মাটিতে শুয়ে আছেন। দুই ব্যাটার তখন সুযোগ থাকা সত্ত্বেও আর কোনো রান নেননি। তখন কমেন্ট্রি বক্সে ছিলেন বিশপ। ভদ্রলোকের খেলা ক্রিকেটে বাংলাদেশি দুই ব্যাটারের এমন আচরণে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ও বিখ্যাত ধারাভাষ্যকার ইয়ান বিশপ। জাকের-শামীমের এই ঘটনাকে তখনই ‘গ্রেট স্পোর্টসম্যানশিপ’ বলে আখ্যা দেন বিশপ। পরে এক্সে এটিকে ‘স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ডের জন্যও সুপারিশ করেন। ‘এক্স’-এ বিশপ লিখেছেন, ‘২০২৪ সালে যদি আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয় তাহলে আমি পরামর্শ দিব সেই মুহূর্তটা বেছে নিতে যখন তৃতীয় টি-টোয়েন্টিতে আউটফিল্ডে ম্যাককয়কে চোট পেতে দেখে তৃতীয় রান নেয়নি জাকের ও শামীম।’ এই ম্যাচেই অবশ্য জাকেরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছিলেন শামীম। শুরুতে নিজে আউট হয়েছেন ভেবে ক্রিজ ছেড়ে প্যাভিলিয়নে চলে যান জাকের। পরে টিভি রিপ্লে দেখে তাকে ফিরিয়ে আনেন আম্পায়ার! ৪১ বলে ৭২ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচের নায়ক জাকেরই। আইসিসি প্রতি বছর বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকে।

এর মধ্যে একটি ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’। ‘স্পিরিট অব দ্য গেম’ সমুন্নত রাখার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনাকে এই পুরস্কার দেয়া হয়। ২০২৩ সালে ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার পেয়েছিল জিম্বাবুয়ে দল। ৩-০’তে সিরিজ জয়ে বড় অবদান আছে বোলারদেরও। তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তিন বারই অলআউট করেছে তারা। মানে বাংলাদেশ নিয়েছে ৩০ উইকেট। তিন ম্যাচের সিরিজে যা বিশ্ব রেকর্ড। এর আগে কোনো দল নিতে পেরেছে সর্বোচ্চ ২৯ উইকেট।

এ বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রতি বছর বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকে। এর মধ্যে একটি ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’। ‘স্পিরিট অব দ্য গেম’ সমুন্নত রাখার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।