ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সেনা ও বিমান বাহিনী গ্রুপ চ্যাম্পিয়ন

সেনা ও বিমান বাহিনী গ্রুপ চ্যাম্পিয়ন

বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী ও বিমান বাহিনী। গতকাল শনিবার শহিদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে সেনাবাহিনী ৪৪-৩৪ পয়েন্টে পুলিশকে হারিয়ে ক-গ্রুপে চ্যাম্পিয়ন হয়। দিনের আরেক খেলায় বিমান বাহিনী ৩৭-৩৪ পয়েন্টে নৌবাহিনীকে হারিয়ে খণ্ডগ্রুপে চ্যাম্পিয়ন হয়। আজ সেমিফাইনালে সেনাবাহিনী ও নৌবাহিনী এবং বিমান বাহিনী ও পুলিশ লড়বে। এদিকে কাবাডির খেলা দেখতে এসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। খেলাটিকে যেন সামনের দিকে আরো এগিয়ে নেয়া যায় এবং সবার কাছে পৌঁছে দেয়া যায় সে জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সাহায্য করবো।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত