দুই বছর আগে কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোরে স্বর্ণপদক জিতেছিলেন। পরের বছর তেহরানে তা খুঁইয়েছেন। তবে এশিয়ান পর্যায়ে স্বর্ণপদক জিতলেও বিশ্ব ইনডোর থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানকে। ২০২২ বেলগ্রেড কিংবা ২০২৪ গ্লাসগো- দুই আসরেই ফিরেছিলেন শূন্য হাতে। আরো একটি বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। আগামী বছর ২১-২৩ মার্চ চীনের নানজিংয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ইমরানুর। এ জন্য লন্ডনে নিজের কোচের অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ইমরানুর। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক শাহ আলমের কথা, ‘অসুস্থতা কাটিয়ে বর্তমানে ইংল্যান্ডে অনুশীলন করছে ইমরানুর। আমাদের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আশা করি, সে সম্মানজক কিছু উপহার দেবে।’ তিনি যোগ করেন, ‘বিশ্ব আসর থেকে পদক হয়তো আমরা আশা করি না, এটা আমাদের জন্য দুরূহ ব্যাপার। তাই আমরা চাই যাতে ইমরানুর হিটটা অন্তত কাভার করুক।