চিটাগং কিংসের জার্সিতে শহীদদের স্মরণ

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মাঝে উদ্বোধন হয়ে গেছে অনেক আলোচিত এই আসরের। সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের তিনটি ভেন্যুতে হবে বিপিএলের একাদশ আসরের খেলা- ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। আসন্ন এই আসরে নতুন বাংলাদেশের গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে অঙ্কিত হয়েছে বিজয়ের অমরগাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যুদয়ের গল্প বলবে তাদের জার্সি। বুধবার জার্সি উন্মোচন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিংসের পেজ থেকে জার্সির ছবি শেয়ার করে লেখা হয়েছে, ৫ আগস্ট, নতুন বাংলাদেশের সূর্যোদয়।