বিজয় দিবস তায়কোয়ান্দোর পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী এবং মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। গতকাল বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ছয়টি স্বর্ণ ও চারটি রুপা জিতে সেরা হয় সেনাবাহিনী। পাঁচটি স্বর্ণ, দুটি রুপা ও চারটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ আনসার। অন্যদিকে মেয়েদের বিভাগে চারটি স্বর্ণ ও তিনটি রুপা জিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার। চারটি স্বর্ণ ও একটি রুপা জিতে রানার্সআপ সেনাবাহিনী। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর সাবেক শিক্ষা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সুবহানী (অব.)। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় দেশের চার জেলা ক্রীড়া সংস্থা, আট ক্লাব, বিভিন্ন স্কুল-কলেজ এবং বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির প্রায় চার শতাধিক পুরুষ ও মহিলা তায়কোয়ান্দোকা অংশ নেন।