ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় তায়কোয়ান্দো শুরু আজ

জাতীয় তায়কোয়ান্দো শুরু আজ

জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামের অর্ধেকটা জিমন্যাস্টিক্সের। বাকি অর্ধেকেই খেলা হয় তায়কোয়ান্দো।

অসংকুলান স্থানেই আজ সাড়ে ছয়শ’ তায়কোয়ান্দোর অংশগ্রহণে শুরু হচ্ছে জাতীয় তায়কোয়ান্দোর খেলা। দেশের ১৬ জেলা, চারটি সার্ভিসেস সংস্থা এবং ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারশ’ পুরুষ ও আড়াইশ মেয়ে তায়কোয়ান্দোকা অংশ নিচ্ছেন এই আসরে। সকাল ১১টায় সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রানার সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ফেডারেশনের সাবেক সভাপতি এহসান উল ফাত্তাহ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত