মেলবোর্নে মাঠে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়লেন স্যাম কনস্টাস। অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সী টেস্ট ওপেনার এখন তিনি। ১৯ বছর ৮৫ দিন বয়সে ব্যাটিং করতে নেমেই ভেঙে দিয়েছেন আর্চি জ্যাকসনের রেকর্ড। ১৯২৯ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে আর্চির অভিষেক হয়েছিল ১৯ বছর ১৪৯ দিনে। অথচ এই কনস্টাস এতদিন এমসিজিতে টেস্ট দেখতে আসেননি দর্শক হিসেবেও। বক্সিং ডে টেস্টে অভিষেকে মেলবোর্নও মাতালেন কনস্টাস। শুরুর আড়ষ্টতা কাটিয়ে খেললেন ৬৫ বলে ৬ বাউন্ডারি ২ ছক্কায় ৬০ রানের ইনিংস। জাসপ্রিত বুমরার মানের পেসারকে ছক্কা মেরেছেন রিভার্স সুইপে! বাউন্ডারিও মেরেছেন স্কুপে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য এজ’ জানিয়েছে এই ওপেনারের ব্যক্তিগত ব্যাটিং কোচ একজন বাংলাদেশি। মেলবোর্ন টেস্টে কনস্টাসের সঙ্গে কাজও করছেন তাহমিদ ইসলাম নামের এই বাংলাদেশি কোচ। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো আগে কাজ করেননি কনস্টাসকে নিয়ে। তাছাড়া তার বয়স এখনো ২০ বছর হয়নি। এজন্য মেলবোর্নে ব্যক্তিগত ব্যাটিং কোচ তাহমিদ ইসলামকে নিয়ে আসার সুযোগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাহমিদ ২০১৭ বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে ছিলেন, তবে কোনো ম্যাচ খেলেননি। তখন এক ভিডিওতে তাকে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া বাংলাদেশি হিসেবে। তাহমিদ এখন থাকেন সিডনিতে। সেখানে বাড়ি কনস্টাসেরও। সিডনির ক্স্যানব্রুক স্কুলে কনস্টাসকে নিয়ে কাজ শুরু করেন তাহমিদ। এছাড়া কনস্টাসের মেন্টর হিসেবে আছেন শেন ওয়াটসন। এ নিয়ে তাহমিদের সঙ্গে কনস্টাসের ও ওয়াটসনের সঙ্গে তাহমিদের ছবি দিয়ে বিশেষ প্রতিবেদন করেছে দ্য এজ। এবারের গ্রীষ্মকালীন ক্রিকেট শুরুর দিকে দ্য এজকে তাহমিদ বলেছিলেন, ‘কনস্টাসকে নিয়ে আমি টেকনিক্যাল কাজগুলো করি। আর শেন খেলার মানসিক দিকগুলো নিয়ে কাজ করে।’ দুজনের প্রচেষ্টাতেই কনস্টাস এখন অস্ট্রেলিয়ার জাতীয় দলে। মেলবোর্ন টেস্টে ৬০ রান করে আগমনি বার্তাই দিয়ে রাখলেন এই তরুণ। মাঠে ধাক্কা লাগলে জবাবও দিয়েছেন বিরাট কোহলিকে। এজন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। এটোকে অবশ্য বড় করে দেখছেন না কনস্টাস, ‘মনে হয় দুর্ঘটনা ছিল এটা। তবে এটাই ক্রিকেট।’ তাকে ফেরান রবীন্দ্র জাদেজা। আউট হওয়ার কিছুক্ষণ পর দর্শকদের অটোগ্রাফও দিয়েছেন কনস্টাস!