বিশ্ব ক্রিকেটে সবচেয়ে গতিময় বোলারদের একজন শন টেইট। এখনো সে পর্যায়ে যেতে পারেননি নাহিদ রানা, তবে এরই মধ্যে আভাস দিয়েছেন তিনি। তরুণ পেসারের মাঝে অনেক সম্ভাবনা দেখেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা। তাই তাকে যথাযথ দেখভালের পরামর্শ দিলেন টেইট। ২০২৪ সালে দেশের ক্রিকেটে সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় নিঃসন্দেহে নাহিদের অভিষেক। মার্চের শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় তার। পরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে পেয়ে যান সাদা বলের ক্রিকেটের স্বাদ। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে অভিষেক সিরিজে কিছুটা এলোমেলো বোলিং করেন নাহিদ। তবে পাকিস্তান সফরের দুই টেস্টে গতি ও বাউন্সে স্বাগতিক ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলেন তরুণ পেসার। আর সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে পান প্রথম ৫ উইকেট। মাঝে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ১৫১ কিমি প্রতি ঘণ্টা গতিবেগের ডেলিভারিতে তাক লাগিয়ে দেন নাহিদ। এছাড়া নিয়মিতই ১৪৫ কিমির বেশি গতিতে বল করতে দেখা যায় তাকে। টেইটের মতে, বাংলাদেশের ক্রিকেটে বিরল এক প্রতিভা নাহিদ। বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাহিদের ব্যাপারে ভালো লাগার কথা বলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার। ‘পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময় টেলিভিশনে তাকে (নাহিদ রানা) প্রথম বোলিং করতে দেখেছিলাম। সত্যি বলতে, এর আগে আমি তার সম্পর্কে বেশি কিছু জানতাম না। তারপর থেকেই টিভিতে দেখছি। অনেকটা লম্বা এবং শক্তিশালী একজন।’ শন টেইট বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই রোমাঞ্চকর ব্যাপার। বিশেষ করে পেসারদের ক্ষেত্রে। বাংলাদেশে কখনই পেস বোলিংয়ে এমন ডেপথ ছিল না। প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারা একজনকে পাওয়া বিরল। খুব ভালোভাবে তার যত্ন নিতে হবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে দারুণ কিছু হবে।’ সেই যত্ন নেয়ার বিষয়ে এখন পর্যন্ত বেশ সচেতন বিসিবি। পাকিস্তান সফরে দুই টেস্ট খেলার পর ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি করে ম্যাচে বিশ্রাম দেয়া হয় নাহিদকে। ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাকা হলেও কোনো ম্যাচ খেলানো হয়নি ২২ বছর বয়সী পেসারকে।
সামনে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন নাহিদ। ভিন্ন দলের হলেও অনুশীলন বা খেলার ফাঁকে টেইটের কাছ থেকে নানান পরামর্শ পেতে পারেন তিনি। আপাতত বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্টদের নাহিদের ব্যাপারে সচেতন থাকার কথা বললেন টেইট। ‘নাহিদের আশেপাশে যারা কাজ করে এটা (ক্যারিয়ার লম্বা করার কাজ) পুরোপুরি তাদের উপর। তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয়, তাকেও নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। ক্রিকেটে কখনো কখনো যদি অনেক বেশি নিয়ন্ত্রণ করতে যাই... ক্রিকেটারকেও নিজের শরীর সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। বাংলাদেশ ক্রিকেটের সঠিক ব্যক্তিদের সঠিক দিকনির্দেশনায় থাকলে আমি নিশ্চিত সে ভালো করবে।’