প্রায় ছাড়াছাড়িই হয়ে যাচ্ছিল ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির। সেই সম্পর্ক আবারো জোড়া লাগে এই ?যুগলের প্রথম সন্তান মাভির কল্যাণে। তারাই এবার নতুন সন্তানের প্রত্যাশা করছেন। গত বুধবার ধর্মীয় উৎসবের (বড়দিন) দিনে জমকালো এক অনুষ্ঠানে এই সুসংবাদ দিয়েছেন নেইমার-ব্রুনা। এরই মধ্যে এই আল-হিলাল তারকা তিন সন্তানের বাবা। পরবর্তীতে সেই সুখবর নিজেদের ইনস্টাগ্রাম একাউন্টেও জানিয়েছেন এই তারকা যুগল। এরই মাঝে আলোচনায় এসেছে নেইমারের তৃতীয় সন্তানের কথা, যার মা আমান্দা কিম্বারলি অনেকটা আড়ালেই রয়েছেন। এমনকি এই নারীর সঙ্গে নেইমারের সম্পর্কের বিষয়টিও সেভাবে খবরে আসেনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ বলছে, কিম্বারলি নেইমারের বোন রাফায়েলা সান্তোসের বান্ধবী। সেই সূত্রেই দুজনের পরিচয়। এদিকে, নেইমারকে ট্যাগ করে চতুর্থ সন্তানের ঘোষণায় ব্রুনা বিয়ানকার্দি জানিয়েছেন, ‘আমরা দারুণ এক সময় যাপন করছি এবং আমরা আসাধারণ এক খবর না জানিয়ে পারছি না যে, তিনি (সৃষ্টিকর্তা) আমাদের অনুরোধ শুনেছেন এবং পরিকল্পনা পূরণ করেছেন। স্বাগতম কন্যা! তুমি সুখ ও সুস্বাস্থ্য নিয়ে আসো। আমরা আমাদের পরিবারকে আরো পূর্ণতা দেয়ার অপেক্ষায় আছি। সৃষ্টিকর্তা সমস্ত খারাপ দৃষ্টি থেকে আমাদের রক্ষা করুন।’ ৩২ বছর বয়সী নেইমার ও ৩০ বছর বয়সী ব্রুনার সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে ২০২২ সালে। এর পরের বছর অক্টোবরে তাদের ঘরে আসে প্রথম কন্যাসন্তান মাভি। অবশ্য এর আগেই আগস্টে নেইমার-ব্রুনার মাঝে বিচ্ছেদের খবর আসে। তাদের মাঝে আগমন ঘরে আরেক ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ফার্নান্দা কাম্পোসের। তার সঙ্গে কথোপকথনের বিষয়টি জেনে যাওয়া বিয়ানকার্দি বিচ্ছেদের ঘোষণা দেন নেইমারের সঙ্গে। তবে মাভির কল্যাণে দুজন কাছাকাছিই থাকেন বিচ্ছেদের পরও। ফলে তাদের ভাঙা সম্পর্ক ফের জোড়া লাগে। এর আগে থেকেই ডেভিড লুকা নামে ১২ বছর বয়সী ছেলে রয়েছে নেইমারের। তার মা ক্যারল ডান্তাস নেইমারের কৈশোরের বান্ধবী। তবে লুকার জন্মের পর দুজনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। যদিও লুকার কল্যাণে আবার একত্রিতও হতে দেখা যায় নেইমার-ডান্তাসকে। পরে অবশ্য ব্রাজিলিয়ান এই কন্টেন্ট ক্রিয়েটর আরেকটি সম্পর্কে জড়ান। যাদের সঙ্গে নেইমারের বড় সন্তান লুকা বার্সেলোনায় থাকে। এই দুই যুগলের ঘটনা মোটামুটি আগে থেকেই আলোচনায় ছিল। আড়ালে ছিল আরেকটি সম্পর্ক। ব্রাজিলিয়ান মডেল আমান্দা কিম্বারলির সঙ্গে নিজের বোনের সূত্রে প্রায় বছর খানেক পরিচয় নেইমারের। পরে তাদের যুগল জীবনে আসে ‘হেলেনা’ নামে আরেক কন্যা সন্তান। যার বয়স বর্তমানে ৫ মাস। মাসখানেক আগে সাওপাওলোতে সেই সন্তানের জন্মের বিষয়টিও সামনে আনেন নেইমার। প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে ইনজুরিতে আছেন ব্রাজিলের এই আল-হিলাল তারকা। মাঠের বাইরে এক বছর কাটানোর পর গত অক্টোবরে মাঠে ফিরলেও, পড়েন নতুন চোটে। দুটি অসম্পূর্ণ ম্যাচ খেলে ছিটকে যান আবারো। নতুন বছরের শুরুতে নেইমারকে মাঠে পাওয়ার প্রত্যাশায় সৌদি ক্লাবটি, একই সঙ্গে আগামী মার্চে ব্রাজিলও তাকে বিশ্বকাপ বাছাইয়ের খেলায় পাওয়ার প্রহর গুনছে।