প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির সেমিফাইনালে সেমিফাইনাল নিশ্চিত করেছে বিমানবাহিনী ও নৌবাহিনী। গতকাল বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে রাকিবুল হাসান রকির হ্যাটট্রিকে সেনাবাহিনীকে ৬-৩ গোলে হারিয়ে শেষ চারে পা রাখে বিমানবাহিনী। গোল ব্যবধানে বাংলাদেশ সেনাবাহিনীকে পেছনে ফেলে গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেয় তারা। বাংলাদেশ পুলিশকে ৯-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী। ড্র্যাগ অ্যান্ড ফ্লিকে নৌবাহিনীর আবারো হ্যাটট্রিক করেছেন আশরাফুল ইসলাম। বিকেএসপি গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চারের টিকিট পেয়েছে। বিমানবাহিনী কে খেলা শুরুর প্রথম দুই মিনিটে প্রথম দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করে জয়ের পথে স্থাপিত করেন সোহানুর রহমান সবুজ। তবে সেনাবাহিনী ৮ মিনিটে সাগর হোসেন এবং ১৭ মিনিটে মামুন মিয়ার গোলে সমতায় ফেরে। ব্যবধান গড়ে দেন রাকিবুল হাসান রকি। তিন মিনিটের মধ্যে রকির ডাবল স্ট্রাইক সমস্ত পার্থক্য তৈরি করে। ২২ মিনিটে দলের তৃতীয় স্কোর করার পর তার ২৪ মিনিটে চমৎকার একক প্রচেষ্টার গোল বিমান বাহিনীকে বসায় চালকের আসনে। ৫৮ মিনিটে ম্যাচের ষষ্ঠ ও শেষ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। বিমান বাহিনীর পক্ষে অন্য গোলটি করেন ওবায়দুল হাসান জয়। ৫৩তম মিনিটে সেনাবাহিনীর তৃতীয় গোলটি আসে মনোজ বাবুর স্টিক থেকে।