ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

‘তামিমের অধিনায়কত্বে খেলার আলাদা মজা আছে’

‘তামিমের অধিনায়কত্বে খেলার আলাদা মজা আছে’

দুজনের বাড়িই চট্টগ্রামে। এবারের বিপিএলেও নাঈম হাসান ও তামিম ইকবাল খেলছেন ফরচুন বরিশালের হয়ে। গত বছর তামিমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারও বেশ শক্তিশালী দল গড়েছে বরিশাল। গতকাল শুক্রবার থেকে পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনুশীলন শুরু করেছে তারা। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিনার নাঈম হাসান। গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা এই ক্রিকেটারের এবারের ঠিকানা বরিশাল। এখানে অধিনায়ক তামিমের সমর্থন পাবেন বলেই আশা তার। তিনি বলেন, ‘উনার সঙ্গে আগেও খেলেছি সিনিয়র, ওনার অধীনে খেলে অনেক মজা। জাতীয় দলে যখন উনি ছিল, তখনো ছিল (মজা)। উনি দলে থাকলে সব সময় আলাদা সমর্থন পাওয়া যায়।’ প্রথম দিনের অনুশীলন ম্যাচ সিনারিওতে করতে দেখা গেছে বরিশালকে। দলটিতে তারকা ক্রিকেটারদের ভিড় অনেক। দেশি ক্রিকেটারদের প্রায় সবাই খেলেছেন সদ্য সমাপ্ত এনসিএল টি-টোয়েন্টিতে। এজন্যই এমন অনুশীলন বলে জানিয়েছেন নাঈম। তিনি বলেন, ‘আসলে আমরা তো সবাই ম্যাচের মধ্যে ছিলাম এনসিএলের। খেলার মধ্যে ছিলাম। সবাই চেষ্টা করছি যে, সময় তো নাই আমরা যদিৃলম্বা টাইম অনুশীলন করার জন্য একদিনই সময় আছে। ওই হিসেবে অনুশীলনটা করা।’ একাদশে সুযোগ পাওয়া নিয়ে তিনি বলেন, ‘প্রতিযোগিতা তো বেশি। এটা আমাদের দলের জন্যই ভালো। সবাইকে সবার জায়গা থেকে শতভাগ দিতে হবে। কারণ- একজনের জায়গায় আরেকজন আসতে পারে। ওই জন্য প্রতিযোগিতা বেশি থাকলে প্রতিদ্বন্দ্বীতা যখন ভালো হবে তখন দলের ফল ভালো হয়।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত