ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শাহ্জালাল ইসলামী ব্যাংক

বিজয় দিবস টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

বিজয় দিবস টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকাতায় গতকাল জাতীয় টেনিস কমপ্লেক্স রমনায় ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪’ এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে পূর্বানী গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি আশরাফুজ্জামান খাঁন (পুটন), সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সরকার (সোহেল), শাহ্জালাল ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কেএম হারুনুর রশীদ, ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলামসহ বাংলাদেশ টেনিস ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগীয় পর্যায়, জেলা পর্যায় এবং বিশ্ববিদ্যালয় থেকে ৩০টি ক্লাবের মোট ২১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। প্রতিযোগিরা পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক অনূর্ধ্ব-১৮ বছর, বালিকা একক অনূর্ধ্ব-১৮ বছর, বালক একক অনূর্ধ্ব-১৪ বছর এবং বালিকা একক অনূর্ধ্ব-১৪ বছর ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী ০৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশেষ অতিথি হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, বৈশ্বিক ক্রীড়াঙ্গনে টেনিস অন্যতম জনপ্রিয় একটি খেলা। পৃষ্ঠপোষকতার অভাবে বাংলাদেশে এর প্রচার-প্রসার সেভাবে হয়নি। শাহ্জালাল ইসলামী ব্যাংক দেশের ক্রীড়া উন্নয়নে প্রতিনিয়ত যথাসাধ্য পৃষ্ঠপোষকতা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকাতায় বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪ এর প্রধান পৃষ্ঠপোষক শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে উচ্চ মানসম্পন্ন খেলোয়াড় বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, দেশের ক্রীড়া উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত কাজ করে চলেছে। পূর্বেও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাথে আমরা ছিলাম, আবারো সম্পৃক্ত হলাম। আশা করছি চমৎকার একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা হবে এবং টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ টেনিস উপকৃত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত