ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বগুড়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বগুড়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সোনালি সূর্যের আলোয় ঝলমলে সকালে আনন্দ মুখরিত পরিবেশে বগুড়া খ্রীষ্টিয় মণ্ডলীর আয়োজনে গতকাল শুক্রবার বড়দিন উপলক্ষে মিশন প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া খ্রীষ্টিয় মণ্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শুধুমাত্র শারীরিক বিকাশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি মানসিক বিকাশের জন্যও অপরিহার্য। খেলাধুলার মাধ্যমে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, সহযোগিতা ও স্পোর্টসম্যানশিপের মতো গুরুত্বপূর্ণ গুণাবলী অর্জন করা সম্ভব। এছাড়া নিয়মানুবর্তিতা, নেতৃত্ব, সহযোগিতার মতো গুণাবলী বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশ গ্রহণ করে জয়লাভ করতে পারেনি, পরাজয়কে হতাশার কারণ না ভেবে, পরবর্তীতে আরো ভালো করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের প্রতিভা বিকশিত করার জন্য নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে বগুড়া খ্রীষ্টিয় মণ্ডলী। বড় দিনের আনন্দ উৎসবকে আরো বাড়ানোর লক্ষ্যে এমন আয়োজন অবশ্যই মহৎ ও প্রশংসার দাবী রাখে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া খ্রীষ্টিয় মণ্ডলীর সাধারণ সম্পাদক মাইকেল আসের বেসরা, প্রাচীন টোনাম সরকার, সাবেক পালক প্রধান মি. সৌরভ বিশ্বাস, পালক গিলবার্ট মৃধা, উজ্জ্বল প্রামানিক অপু, টমাস অর্পণ মণ্ডলসহ ইয়্যুথ ফোরামের সদস্যরা। খেলায় বিজয়ীদের ইংরেজি নববর্ষ উৎসবে পুরস্কার বিতরণ করা হবে। ক্রীড়া অনুষ্ঠানে প্রারম্ভিক প্রার্থনা করেন এ্যাডভোকেট বার্নাড তমাল মণ্ডল। খেলায় উপস্থাপনা করেন ম্যাগডেলিন ফ্রান্সিসকা বেসরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত