২০২০ সালে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটটা চালিয়ে যাচ্ছিলেন তিনি। ফিটনেস নিয়ে নানা প্রশ্নও অবশ্য উঠছিল। অনেক সময় ম্যাচ খেলেও বোলিং করেননি তিনি, টপ অর্ডারেও ব্যাটিং করতে যাচ্ছেন। ক্রিকেটকে পুরোপুরি বিদায় মাশরাফি বলতে চাননি। এবারও বিপিএলের ড্রাফটে নাম দিয়েছেন তিনি। তাকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স, গত আসরেও ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব করেছেন তিনি। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। বিলুপ্ত সংসদের সদস্য ছিলেন মাশরাফি। পরে তার নামে হয় হত্যা মামলা। এরপর থেকে অনেকটা আড়ালেই আছেন তিনি। এবার কি বিপিএলে খেলবেন তিনি? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। টুর্নামেন্ট শেষের দু দিন আগে সিলেটের হেড কোচ মাহমুদ ইমন জানিয়েছেন, ফিটনেসের কারণেই মাশরাফিকে নিয়ে অনিশ্চয়তা।
মাশরাফিকে নিয়ে গতকাল শনিবার মিরপুরে তিনি বলেন, ‘আমাদের স্কোয়াডে এখনো আছে। কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে- ও কী অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী। ও যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।’ তার সঙ্গে কথাবার্তা হয়েছে কি না জানতে চাইলে সিলেট স্ট্রাইকার্সের কোচের জবাব ছিল এমন, ‘কথাবার্তা চলতেছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করে। ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ। ’ কিন্তু টুর্নামেন্ট শুরুর দু দিন আগেই একজনকে খেলোয়াড়কে নিয়ে অনিশ্চয়তা। এর আগে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়, ক্রিকেটার না হলে অন্য ভূমিকায় থাকবেন মাশরাফি। তার ভূমিকা কতদিনের ভেতর পরিষ্কার হওয়া যাবে? জানতে চাওয়া হয় মাহমুদ ইমনের কাছে। তিনি বলেন, ‘আমি আপনার সঙ্গে একমত। যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনবো না মাশরাফিকে। আমরা ওর জন্য অপেক্ষা করবো। এটা ওর কল। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না। তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকবো।’ এখনো ঠিক হয়নি সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কত্ব করবেন। আজই তা ঠিক করে জানানো হবে বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির কোচ। মাশরাফি ছাড়া বাকি ক্রিকেটাররাও গতকাল শনিবারের অনুশীলনে ছিলেন বলে জানিয়েছেন তিনি। মাহমুদ বলেন, ‘স্থানীয় সবাই ছিল অনুশীলনে। নিলাম থেকে যাদের নিয়েছি তারা সবাই ছিল শুধু মাশরাফি ছাড়া। আর আমাদের বিদেশি খেলোয়াড় আজকে দুজন ছিল, দুজন এরই মধ্যে হোটেলে চলে এসেছে। বাকিরা পথে আছে।