ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ওলমোকে নিয়ে আইনি জটিলতায় বার্সা

ওলমোকে নিয়ে আইনি জটিলতায় বার্সা

চলতি মৌসুমের দ্বিতীয়ভাগে বার্সেলোনার হয়ে খেলা নিয়ে শঙ্কা জেগেছে দানি ওলমোর। এই স্প্যানিশ ফরোয়ার্ডকে নিয়ে আইনি জটিলতা দেখা দিয়েছে। মৌসুমের শেষ পর্যন্ত তার নিবন্ধন বাড়ানোর জন্য আবেদন করেছিল বার্সা। সেটি বাতিল করে দিয়েছে আদালত।

৫ কোটি ৭০ লাখ ট্রান্সফার ফিতে লাইপজিগ থেকে বার্সেলোনায় যোগ দেন ওলমো। প্রায় ১০ বছর পর তিনি পুরোনো ঠিকানায় ফিরলেও, ক্লাবের আর্থিক দুরাবস্থার কারণে তাকে লা লিগায় নিবন্ধন করাতে পারছিল না কাতালান ক্লাবটি। পরে আন্দ্রেস ক্রিস্টেনসেন চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে পড়লে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওলমোর অস্থায়ী নিবন্ধনের অনুমতি দেয়া হয়। ২০০৭-২০১৪ পর্যন্ত ক্লাবটির যুব একাডেমিতে খেলা এই ফুটবলারের নিবন্ধনের জন্য আদালতে আবেদন করে বার্সেলোনা। তবে তা খারিজ হয়ে গেছে।

২০২৩ সালে মূল দলে মিডফিল্ডার গাভিকে নিবন্ধন করা নিয়েও একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল বার্সেলোনা। তবে সেবার আদালতের রায় তাদের পক্ষে গিয়েছিল। তবে এবারের রায় তাদের বিপক্ষে গেছে। মৌসুমের জন্য লা লিগায় বার্সেলোনার বার্ষিক ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪২ কোটি ৬০ লাখ ইউরো। তারা সেই সীমা পার করে ফেলেছে। যার ফলে নতুন খেলোয়াড় নিবন্ধনের ক্ষেত্রে বিধিনিষেধের মুখোমুখি হতে হচ্ছে তাদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত