ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে হাফ ম্যারাথন অনুষ্ঠিত

কক্সবাজারে হাফ ম্যারাথন অনুষ্ঠিত

কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভে বিজয় দিবস হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে গতকাল শনিবার মেরিন ড্রাইভের দরিয়ানগর পয়েন্ট থেকে এ প্রতিযোগিতা শুরু হয়ে ইনানী হোটেল বেওয়াচে গিয়ে শেষ হয়। প্রায় ২১ কিলোমিটার সড়কপথের এই ম্যারাথনে পাঁচজন বিদেশি, ৪০ জন নারী ও সেনাবাহিনীর সদস্যসহ ৪০০ জন দৌড়বিদ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন।

পরে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত