বিপিএলের টিকিট নিয়ে ক্ষোভ
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ঢাকঢোল পিটিয়ে ভিন্ন আঙ্গিকে এবার আয়োজন করা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের। আসর শুরুর আগে ভিন্ন তিন ভেন্যুতে তিনটি কনসার্টও হয়েছে। দর্শক টানতেও নানা প্রতিশ্রুতি মিলেছে বিসিবি থেকে। বিপিএলে দর্শক বাড়াতে টিকিট সহজলভ্য করতেও দেয়া হয়েছিল নানা প্রতিশ্রুতি। তবে এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। টুর্নামেন্টের একদিন আগেও মেলেনি টিকিট। যা নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা গেছে গতকাল রোববার মিরপুর স্টেডিয়াম এলাকায়। বিপিএলের টিকিট কাটতে এসে লম্বা সময় অপেক্ষা করেও টিকিট না পেয়ে বিক্ষোভ করেছে ক্রিকেট প্রেমীরা। গেট ভাঙার চেষ্টাও চালানো হয়েছে বিক্ষোভকারীদের পক্ষ থেকে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বাইরে এদিন সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়েছে। অনেকে আবার লাইনে দাঁড়িয়েছিলেন ঢাকার বাইরে থেকে এসেও। তবে তাদের কেউই টিকিট পাননি। ঘরোয়া বা আন্তর্জাতিক ম্যাচের টিকিট সাধারণত এক নম্বর গেটের পাশের বুথে পাওয়া গেলেও এবার সেখানেও মিলছে না টিকিট। লম্বা সময় টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠে সমর্থকরা।