বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারোতম আসর গতকাল থেকে মাঠে গড়িয়েছে। ছুটির দিন নয়। গতকাল সোমবার ছিল স্কুল-কলেজ, অফিস-আদালত সব খোলা। এরপরও বিপিএল নিয়ে দর্শক উন্মাদনার কমতি নেই। মিরপুর শেরে বাংলায় প্রথম ম্যাচেই গ্যালারি ভরে গেছে দর্শকে। স্টেডিয়ামের গেটেও দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। দর্শকদের চাপ এত বেশি ছিল, খেলা শুরুর দুই ঘণ্টা আগেই হোম অব ক্রিকেটের মূল প্রবেশদ্বার ২ নম্বর গেটের বাইরে টিকিট না পাওয়া দর্শকদের উন্মত্ত আচরণে চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। টিকিট না পেয়ে ২ নম্বর গেট দিয়ে মূল গেটে প্রবেশ করার চেষ্টা করেন দর্শকরা। এক পর্যায়ে গেটের নিরাপত্তা বেষ্টনী ভেঙে স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েন তারা। অপ্রত্যাশিত এ ঘটনা বাদ দিলে দর্শকদের এই উন্মাদনা বিপিএলের মতো আসরে ইতিবাচক। বিশেষ করে এর আগে বিপিএলে সিলেট, চট্টগ্রামে এই উন্মাদনা থাকলেও ঢাকার মাঠে দর্শক কম দেখা গেছে। এবারের শুরুতে বেশ দর্শক দেখা গেলো। প্রথম ম্যাচে খেলা হয় ফরচুন বরিশাল আর দুরন্ত রাজশাহীর। সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে খেলা হয় ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্সের। হাইভোল্টেজ সে ম্যাচে দর্শক উন্মাদনা আরো বাড়ে।
উচ্ছ্বসিত বিপিএলের দর্শকরা : টুর্নামেন্ট শুরুর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন মাঠে দেখা যাবে নতুন কিছু উদ্যোগ। তারই অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া মীর মুগ্ধর স্মরণে বিপিএলের তিন ভেন্যুতে থাকবে মুগ্ধ কর্নার। যেখান থেকে বিনামূল্যে পানি পান করতে পারবেন দর্শকরা। গতকাল থেকেই দেখা গেল সেই চিত্র। মাঠের প্রবেশ পথেই সকল গেটের সামনে রয়েছে মুগ্ধ কর্নার। সবমিলিয়ে শের-ই বাংলায় এমন বুথ রয়েছে ১১টি। বিনামূল্যে পানি খেতে পেরে দর্শকরাও বেশ উচ্ছ্বসিত।
এর আগে সব বিপিএলে এক গ্লাস পানির মূল্য ছিল ১০ টাকা। এবার সেটা ফ্রিতে খেতে পারছেন দর্শকরা। টুর্নামেন্ট শুরুর আগেই এসব উদ্যোগের কথা জানিয়েছিল বিসিবি। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছিলেন, ‘আমরা এবার খুব যত্নবান থাকব দর্শকদের ব্যাপারে। ফ্রি পানির ব্যবস্থা করব। আগে যে জিনিসটা নিয়ে অনেক সমস্যা হত। সে জায়গায় পুষ্টি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।’ ‘স্টেডিয়াম ঘিরে ৬টা বুথ থাকবে, অনেকগুলো কাউন্টার থাকবে। যেন প্রয়োজন অনুযায়ী সবাই সহজে পানি পেতে পারে। দর্শকদের কাউকেই পানির বোতল নিয়ে ঢুকতে হবে না। মুগ্ধর মধ্য দিয়ে যারা শহীদ হয়েছে জুলা-আগস্টের আন্দোলনে তাদের স্মরণ করছি।’
প্রসঙ্গত দেড়মাসব্যাপী বিপিএলের একাদশ আসর গতকাল থেকে শুরু হয়ে যাওয়া এবারের বিপিএলের প্রথম তথা ঢাকা পর্বটি একদম ছোট্ট। মাত্র ৫ দিনের। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত এ পর্ব। ৩০-৩১ ডিসেম্বর পরপর ২দিন খেলা হওয়ার পর ১ জানুয়ারি বিরতি। এরপর ২ ও ৩ জানুয়ারি আবার খেলা হোম অব ক্রিকেটে।
তারপর বিপিএল চলে যাবে হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহ পরান (র.) এর স্মৃতি বিজড়িত পূণ্যভূমি সিলেটে। সিলেটে খেলা চলবে ৬ থেকে ১৩ জুন। তারপর ১৬ জানুয়ারি থেকে বিপিএলের তৃতীয় পর্ব হবে বন্দর নগরী চট্টগ্রামে। ২৩ জানুয়ারী চট্টগ্রাম পর্ব শেষে আবার বিপিএল ফিরবে রাজধানী ঢাকায়। এরপর ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এবারে বিপিএল।