ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে কিশোরগঞ্জে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গতকাল জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ছয় দিন ব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। টুর্নামেন্টে ময়মনসিংহ, নরসিংদী ও গাজিপুর জেলার অনূর্ধ্ব-১৪’র তিনটি দল অংশগ্রহণ করছে। ছয় দিনের টুর্নামেন্টের গতকাল ছিল প্রথমদিন। জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা জানান, এ খেলায় অংশগ্রহণ করা খেলোয়াড়দের মধ্যে থেকে বাছাই করে পরবর্তীতে বিভাগীয় খেলার জন্য নির্বাচিত করা হবে। উদ্বোধনী দিনে জেলার ক্রীড়ামোদী ও সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত