কর্পোরেট অ্যামেচার টি-৪০ টুর্নামেন্ট
চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কর্পোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএসিএ) টি-৪০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ব্যাংক ক্রিকেট দল। দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ২০২১ সালে টি-৪০ এবং ২০২২ সালে টি-২০ সংস্করণেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্র্যাক ব্যাংক। গত শনিবার মিরপুরের পুলিশ স্টাফ কলেজ মাঠে আয়োজিত ফাইনালে সেনা কল্যাণ সংস্থার (এসকেএস) বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৩০১ রানের বিশাল পুঁজি সংগ্রহ করে ব্র্যাক ব্যাংক। ওপেনার ঈশান বণিক ৮৫ বলে ৯৪ এবং শাহরিয়ার ইসলাম সুমন ৪৯ বলে ৭৩ রান করেন। স্লগ ওভারে তাহিদুল ইসলাম সুমনের ২৩ বলে ৪১ এবং অমিত ঘোষের ৯ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস ব্র্যাক ব্যাংককে ৩০০ রানের স্কোর অতিক্রম করতে সাহায্য করে। ব্র্যাক ব্যাংকের ৩০১ রানের জবাবে ব্যাটিং করতে নেমে সেনা কল্যাণ সংস্থা ১৫৯ রানেই অল আউট হয়ে যায়। ফলে, ১৪২ রানের বিশাল জয় পায় ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক ক্রিকেট দলের শেখ আবু সাঈদ তার ৮ ওভারে মাত্র ৩২ রান দিয়ে একটি হ্যাটট্রিকসহ ৪ উইকেট তুলে নেন। দুর্দান্ত ইনিংস এবং এক উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ঈশান বণিক। ম্যাচ শেষে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ ব্র্যাক ব্যাংক ক্রিকেট দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম এবং কর্পোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব.)। একটি মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক কর্পোরেট জগতে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যম হিসেবে খেলাধুলা ও প্রাণবন্ত সংস্কৃতির প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ।