পেশাদার ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আলাদা সংগঠন হিসেবে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের যাত্রা শুরু ১৯৭৭ সালে। বিএসজেএ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন বুদ্ধদেব মুখার্জি। যিনি ক্রীড়া ও সাংবাদিক অঙ্গনে বিডি মুখার্জি হিসেবে পরিচিত। সবার প্রিয় বিডি দা গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা কারণে বিডি মুখার্জি অসুস্থ ছিলেন। এ জন্য জাতীয় প্রেসক্লাব কিংবা বিএসজেএতে যাতায়াত ছিল কম। বার্ধক্য ও নানা রোগে ভুগে আজ সকালে চিরবিদায় নিয়েছেন এই চিরকুমার। ঢাকায় সবুজবাগস্থ শ্মশানে তার দাহ হবে। সত্তর-আশির দশকে ইংরেজি দৈনিক অবজারভারে ক্রীড়া সাংবাদিকতা করেছেন। নব্বইয়ের দশকের পর সাংবাদিকতায় সক্রিয় ছিলেন না তেমন। পারিবারিক ব্যবসা করলেও জাতীয় প্রেসক্লাবে যাতায়াত করতেন মাঝে মধ্যে। বিডি মুখার্জির মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন শোক প্রকাশ করেছে এছাড়াও সিনিয়র সাংবাদিক এবং ক্রীড়া সাংবাদিকরা ব্যক্তিগতভাবেও শোক জানিয়েছেন।