ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বগুড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ করেন

বগুড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ করেন

সদর উপজেলায় পল্লীসঞ্চয় ব্যাংক নতুন ভবনের উদ্বোধন এবং জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার, বিভিন্ন উপজেলায় ক্রীড়া সামগ্রী সেলাই মেশিন, কৃষি উপকরন বিতরণ, এরুলিয়া ইউনিয়ন পরিষদ, এরুলিয়া ইউনিয়ন ভূমি অফিস, শিকার কমিউনিটি ক্লিনিক, শিকার উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও হষরত রাবেয়া বসরী (রহ.) মহিলা ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ, উপজেলা কর্মরত কর্মকর্তারা এবং জনপ্রতিনিধির সাথে মতবিনিমিয় করা হয়েছে। গত সোমবার সদর উপজেলা পরিষদ চত্ত্বরে পল্লীসঞ্চয় ব্যাংকের নতুন ভবনের উদ্বোধন, কৃষি উপকরণ বিতরণ শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফিরোজা পারভীনের সভাপতিত্বে ২০২৪-২০২৫ অর্থ বছরের উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থায়নে সদরের বিভিন্ন উপজেলায় ক্রীড়া ফুটবল, ভলিবল ও ক্রিকেট সমগ্রীও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, সহকারী কমিশনার গোপনীয় সাদমান আকিব, সদর উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, সদর উপজেলা সিনিয়ির কৃষি অফিসার ইসমত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আ. হামিদ, একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কবির, যুব উন্নয়ন অফিসার নাজির শামস, পল্লীসঞ্চয় ব্যাংক বগুড়া জেলা অফিসার সাদিকুর রহমান, সদর শাখার ব্যবস্থাপক মাহফুজার রহমান, লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আবু নাসের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, নুনগোলা ইউপি প্যানেল চেয়ারম্যান হাফিজার রহমান, শেখেরকোলা ইউপি প্যানেল চেয়ারম্যান আলেফ মোহাম্মদ নতুন সরকারসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খেলোয়াড়রা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত