ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

১ বলে ১৫ রান!

১ বলে ১৫ রান!

অদ্ভুতুড়ে এক ওভারই কাটালেন ওশেন থমাস। উইকেট পেয়েছেন বটে। কিন্তু বৈধভাবে প্রথম দুটি বল করার আগে তাকে খরচ করতে হয়েছে ১৫ রান।

বিপিএলে খুলনা টাইগার্স-চিটাগাং কিংসের মধ্যকার ম্যাচে ঘটে এই ঘটনা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০৩ রান করে খুলনা। পরে ফিল্ডিংয়ে ওশেন থমাসের হাতে প্রথম ওভারটি তুলে দেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

প্রথম বলেই নাঈম ইসলামকে শিকার করেন থমাস। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান। যদিও ফ্রি হিটেও ক্যাচ তুলে দেন নাইম। পরে থমাস আবারো নো বল করেন। এবার সেই বলে ছক্কা হাঁকিয়ে নিজের রানের খাতা খোলেন নাঈম। পরের দুটি বল ওয়াইড দিয়ে আবার নো বল করেন থমাস।

ক্যারিবিয়ান পেসারের সেই নো বলে চার মারেন নাঈম। এরপর বৈধভাবে অবশ্য দ্বিতীয় বলটি করতে সক্ষম হন থমাস। কিন্তু ওভার পূর্ণ করতে ১২ বার বল করতে হয় তাকে। এর মাঝে আরো একটি নো বলও করেন তিনি।

১৮ রানের সেই ওভারের পঞ্চম বলে ক্যারিবিয়ান এই পেসার নাঈমকে বোসিস্তোর ক্যাচে পরিণত করেন। এর আগে অবশ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এক বলের পেছনে ১৪ রান খরচ করার রেকর্ড আছে থমাসের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত