ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

লিভারপুলকে আর্সেনাল কোচের বার্তা

লিভারপুলকে আর্সেনাল কোচের বার্তা

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বড় ব্যবধানে পিছিয়ে থেকে নতুন বছর শুরু করেছে আর্সেনাল। এই অবস্থায় নিজেদের সম্ভাবনা নতুন করে জাগিয়ে তুলতে এবং লিগ টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের ওপর চাপ ধরে রাখতে মৌসুমের বাকি সময়ে ধারাবাহিক পারফরম্যান্সের ওপর জোর দিচ্ছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ১৮ ম্যাচে ১০ জয় ও ৬ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে আছে আর্সেনাল, লিভারপুলের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে। আর্তেতার দলের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ বেশি খেলা নটিংহ্যাম ফরেস্ট। লিগে পরের ম্যাচে বুধবার ব্রেন্টফোর্ডের মাঠে খেলবে আর্সেনাল। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি। আগের দিন সংবাদ সম্মেলনে শিরোপা জয়ের সম্ভাবনা একটু হলেও উজ্জীবিত করতে দলকে টানা জয়ের তাগিদ দিলেন আর্তেতা। ‘এটা (শিরোপা দৌড়) আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমাদের নিয়মিত ধাক্কা দিতে হবে, প্রতিদিন যদি কোনো দল সব ম্যাচ জেতে, তাহলে আমরা তাদের অভিনন্দন জানাব এবং আগামী মৌসুমে মনোযোগ দিব। সেটা যদি না হয় এবং ইতিহাসে এমনটা হয়নি- তাহলে আমরা সেখানটায় থাকব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত