নতুন বছরের প্রথম দিনে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের ক্রীড়া উৎসব। গতকাল বুধবার জেলার কুমার সমিত রায় জিমনেশিয়াম মাঠে ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মসূচি ২০২৪-২০২৫এর আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিস খেলা ও আনন্দ উৎসবের আয়োজন করে। এ আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমরা আজও মূল ধারায় আনতে পারিনি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক এই আয়োজন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। শিশুদের মেধা বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ সময় দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ, জেলা পরিষদ সদস্য বরুন বিকাশ দেওয়ান, জেলা ক্রীড়া অফিসার এসআইএম ফেরদৌউস আলম, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, রাঙামাটি প্রতিবন্ধি ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক নুরুল আবছার, সাবেক জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা প্রমুখ।