ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রিয়েল এস্টেট ব্যবসায়ী মেসি

রিয়েল এস্টেট ব্যবসায়ী মেসি

স্পেনে এবার রিয়েল এস্টেট ব্যবসায় অভিষেক হয়েছে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির। কাতার বিশ্বকাপ জয়ীর মালিকানাধীন রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি। স্প্যানিশ মার্কেটে এর প্রতিটি শেয়ারের মূল্য ৫৭.৪ ইউরো। মূল ধন ২২৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকার বেশি। এদিফিসিও রোসটাওয়ার সোচিমির বোর্ডের চেয়ারম্যানও মেসি। যার একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান লিমেকু এস্পানা। তবে নতুন বিনিয়োগকারী নেয়ার পরিকল্পনা তাদের আছে।

এদিফিসিও রোসটাওয়ার সোচিমির স্পেন ও অ্যান্ডোরায় সাতটি হোটেল রয়েছে। স্পেনে আরও রয়েছে তিনটি অফিস ও অ্যাপার্টমেন্ট। তাছাড়া লন্ডন ও প্যারিসেও অ্যাপার্টমেন্ট রয়েছে তাদের। মেসির বিনিয়োগ ট্রাস্টটির যাত্রা শুরু হয় ২০১৩ সালে। কোম্পানির বেশিরভাগ বিনিয়োগকারী স্পেনের কাতালুনিয়ার অঞ্চলের। যে অঞ্চলে মেসি ২০০০ সালে ১৩ বছরে থাকতে বার্সেলোনায় খেলার জন্য স্থায়ী হয়েছিলেন। এখানে তিনি বসবাস করেন ২০২১ সাল পর্যন্ত। তার পর তো বার্সা তাকে ছেড়ে দেয়ায় প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দেন। এখন তিনি খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে। মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জু বোর্ডের ভাইস প্রেসিডেন্ট। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন আলফোনসো নেবোত; যিনি মেসির পারিবারিক ব্যবসা পরিচালনা করেন। আরেকজন র‌্যামোন আডেল স্পেনের এনার্জি কোম্পানি নাটুরজিরও বোর্ড সদস্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত