ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ফের বসুন্ধরা কিংস-পুলিশ মুখোমুখি

ফের বসুন্ধরা কিংস-পুলিশ মুখোমুখি

মাত্র দু’দিনের ব্যবধানে মৌসুমে দ্বিতীয়বারের মতো কিংসের মুখোমুখি হচ্ছে পুলিশ ফুটবল ক্লাব। গত মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচে কিংসের কাছে হেরেছিল পুলিশ। প্রিমিয়ার ফুটবল লিগে আজ তাই তাদের প্রতিশোধের ম্যাচ। দুপুর পৌনে তিনটায় ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে পুলিশ খেলবে কিংসের বিপক্ষে। একই সময়ে লিগের আরও দু’টি ম্যাচ হবে। কিংস অ্যারেনায় ঢাকা আবাহনীর প্রতিপক্ষ ফর্টিজ এফসি। অন্যদিকে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংম্যান্স খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন কিংস। কিন্তু এবারের লিগে খুব একটা ভালো অবস্থানে নেই দলটি। ৫ ম্যাচ খেলে মাত্র দু’টিতে জয়,একটি ড্র আর দুই ম্যাচে হার। আগের মৌসুমের সেই দাপুটে কিংসকে যেনো খুঁজেই পাওয়া যাচ্ছে না। গত রাউন্ডে তারা ১-১ গোলের ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। তবে মাত্র দু’দিন আগেই ফেডারেশনকাপে পুলিশ ফুটবল ক্লাবের সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এক ম্যাচ খেলে ৩-২ গোলের জয়ে আবারও নিজ কক্ষপথে ফিরেছে ভ্যালেরিও তিতার শিষ্যরা। আজ লিগের ম্যাচে প্রতিপক্ষ সেই পুলিশ ফুটবল ক্লাবই।

স্বাভাবিকভাবেই পুলিশের প্রতিশোধের ম্যাচ। এছাড়া পুলিশের হোম ম্যাচও এটি। গত (ফেডারেশন কাপে) ম্যাচে অল্পের জন্য পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া হয়নি পুলিশের। তাই আজ নিশ্চিতই জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে তারা। অন্যদিকে নিজেদের শিরোপা রেসে ফিরিয়ে আনতে জয়ের বিকল্প নেই কিংসেরও। তাই আজও দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ উপভোগ্য এক ম্যাচই হতে যাচ্ছে প্রিমিয়ার লিগে। এরই মধ্যে শেষ হয়েছে লিগের ৫ রাউন্ডের খেলা। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অপরাজীত মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার মৌসুমের শুরু থেকে যা ধারাতে এগুচ্ছে সাদা-কালোরা, সেটি ধরে রাখতে পারলে হয়তো এবার কখনোই ছুঁতে না পারা লিগের শিরোপা জয়ের স্বপ্নটা সত্য হতে পরে মোহামেডানের।

দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুই দলের সমান ১২ পয়েন্ট। এরা হলো ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ। গোলগড়ে আবাহনীকে (+৫) পেছনে ফেলে দ্বিতীয় স্থানটি ধরে রেখেছে রহমতগঞ্জ (+৮)।

মাঝে বসুন্ধরার কাছে ৪-১ গোলের হারটি বাদ দিলে দারুণ ছন্দেই আছে পুরোনো ঢাকার দলটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত