ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আজিজ স্টেডিয়াম ২৫ বছরের জন্য বাফুফের

আজিজ স্টেডিয়াম ২৫ বছরের জন্য বাফুফের

১০ নয়, ২৫ বছরের জন্য চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম বাংলাদেশে ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বরাদ্দ বা লিজ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগে ১০ বছরের জন্য এই লিজ বা বরাদ্দ দেয়া হয়েছিল। ফিফার নিয়ম অনুযায়ী কমপক্ষে ২০ বছরের অধিকৃত না থাকলে সেখানে তারা বিনিয়োগ করে না। তাই জাতীয় ক্রীড়া পরিষদও নতুন করে আবেদনের পর বাফুফের অনুকূলে ২৫ বছরের জন্য বরাদ্দ দিয়েছে। মাঠ সংকট কাটাতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম বরাদ্দ চেয়েছিল বাফুফে।

বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম। তার কথা, ‘চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম প্রথমে ১০ বছরের জন্য বাফুফেকে বরাদ্দ দেয়া হয়েছিল। সেই সময় বাড়ানো হয়েছে। এবার ২৫ বছরের জন্য বাফুফেকে এই স্টেডিয়াম বরাদ্দ দেয়া হয়েছে।’ তিনি যোগ করেন, ‘বরাদ্দের সিদ্ধান্ত হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানানো বাকি।

এটা শুধুই আনুষ্ঠানিকতা। চিঠিও লেখা হয়ে গেছে। আশা করি, আগামী দুই তিনদিনের মধ্যেই বাফুফে চিঠি হাতে পাবে।’ নীলফামারী স্টেডিয়ামও বাফুফের অনুকূলে বরাদ্দ দেয়ার কথা বার্তা চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত