ভারতে গেল হ্যান্ডবল দল
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
আইএইচএফ ট্রফি এশিয়ার বাছাই পর্বে খেলতে বাংলাদেশ জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ও ইয়ুথ (অনূর্ধ্ব-২০) দুটি দল ভারতে গেছে। গতকাল বৃহস্পতিবার দুই দলের ৩৪ জন রওয়ানা হয়েছেন লক্ষেœৗতে। দুটি টুর্নামেন্টেই বাংলাদেশ, কাজাখস্তান, উজবেকিস্তান ও স্বাগতিক ভারত অংশ নিচ্ছে। এই প্রতিযোগিতায় জয়ী দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। অনূর্ধ্ব-১৮ জুনিয়র দলের কোচ হিসাবে গেছেন জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার। বেশ কয়েক বছর ধরেই তিনি বয়সভিত্তিক দলের কোচ হিসাবে কাজ করছেন। এছাড়া অনূর্ধ্ব-২০ ইয়ুথ দলের কোচ হিসাবে গেছেন নাসির উল্লাহ।