ঢাকা ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

‘সাকিব ছাড়া বিপিএল লবণ ছাড়া তরকারির মতো’

‘সাকিব ছাড়া বিপিএল লবণ ছাড়া তরকারির মতো’

জুলাই বিপ্লবে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন তিনি। সমস্যাটা সেখানেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের সময় নিরব থাকায় এ অলরাউন্ডারের প্রতি ক্ষোভ রয়েছে শিক্ষার্থীদের। পরিবর্তিত পরিস্থিতিতে দেশেও ফিরতে পারছেন না তিনি। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট থেকে অবসর নিতে চাইলেও দেশেই ফিরতে পারেননি সাকিব। এবারের বিপিএলেও খেলতে পারছেন না তিনি। এর মধ্যেই গতকাল শুক্রবার দুপুরে মিরপুরে সাকিবকে মিস করার কথা জানিয়ে ব্যানার হাতে স্টেডিয়ামের সামনে দাঁড়ান। তাদের হাতে পোস্টারে ‘মিস ইউ, সাকিব আল হাসান ৭৫, ‘সাকিব তুমি বিজয়ের নাম, যা কখনো ভুলে যাওয়া যাবে না’, ‘সাকিবকে ছাড়া বিপিএল লবণ ছাড়া তরকারির মতো’ ইত্যাদি ব্যানার ছিল। পোস্টার হাতে দাঁড়ানো একজন জানান, সাকিবকে ছাড়া শুধু বিপিএল নয় পুরো বাংলাদেশ ক্রিকেটই অসম্পূর্ণ। আমরা সবাই জানি সাকিবের মানেটা কী। তার অনুপুস্থিতি বিপিএল ও বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি। এবারের বিপিএলে সাকিবকে দলে নিয়েছিল চিটাগাং কিংস। সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় তারা। যদিও দেশেই ফিরতে পারছেন না তিনি। এর মধ্যেই বোলিং অ্যাকশনও নিষিদ্ধ হয়েছে সাকিবের। বিপিএলের শুরু থেকেই সমর্থকদের বিভিন্ন ধরনের প্রতিবাদণ্ডবিক্ষোভ দেখা মিলছে। বিপিএল শুরুর আগের দিন টিকিটের জন্য বিক্ষোভ করেন সমর্থকরা। টুর্নামেন্টের প্রথম দিন দর্শকরা গেট ভেঙে ঢুকে পড়েন। গত বৃহস্পতিবার টিকিট কাউন্টারে আগুন ধরিয়ে দেয়া হয়। গতকাল শুক্রবার অবশ্য শান্তিপূর্ণভাবেই সাকিবকে বিপিএলে চেয়েছেন সমর্থকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত