কর্পোরেট ক্রিকেট লিগ সিজন-৩ অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ইউভা ফ্যাশন প্রেজেন্টস ক্যাপ্টেন করপোরেট ক্রিকেট লিগের তৃতীয় সিজনের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কেরানীগঞ্জের প্রফেসর হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজক আলি হোসেন সোহাগ জানান, এম্যাচার লেভেলের এ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যারা এক সময় জাতীয় দলে খেলেছেন, প্রথম শ্রেণির পেশাদার লিগ থেকে রিটায়ার্ড করেছেন এবং বিভিন্ন করপোরেট লেভেল এর অফিস গুলো যারা কর্ম বিরতির দিনে মাঠে এসে নিজেদের ভালো লাগা টা খুজে পাবেন। আর আমি নিজেও যেহেতু খেলা প্রেমী একজন মানুষ তাই পরবর্তীতে এই টুর্নামেন্টেটি আরো বড় পরিসরে আয়োজন করার ইচ্ছা আছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কো-স্পন্সারকেও। খেলাটির ধারাভাষ্য প্রদান করেন নামিরা আহমেদ।