ঢাকা ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কিংস-ব্রাদার্সের জয়, আবাহনীর ড্র

কিংস-ব্রাদার্সের জয়, আবাহনীর ড্র

নতুন বছরে দারুণ এক জয় পেয়েছে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে পুলিশ এফসিকে দাঁড়াতেই দেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। দুর্দান্ত খেলে ফকিরেরপুলকে হারিয়েছে গোপীবাগের দলটি। অন্যদিকে আবাহনীকে রুখে দিয়েছে ফর্টিজ এফসি। গতকাল শুক্রবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দশজনের পুলিশকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কিংস। জোড়া গোল করে ব্রাজিলিয়ান ফার্নান্দেজ। একবার করে জালের দেখা পান মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা। দুই ম্যাচ পর লিগে জয়ের দেখা পেলো কিংস। তবে পুলিশের প্যারাগুয়ের ডিফেন্ডার আলেক্সান্ডার মরেনো ৮৫ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন। দশজনের দলে পরিণত হয় পুলিশ। ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে। টানা তিন ম্যাচ হারা পুলিশের পয়েন্ট ছয়। এদিকে লিগে হ্যাটট্রিক জয়ের সুযোগ হাতছাড়া করেছে আবাহনী লিমিটেড। পারেনি ফর্টিজ এফসিকে হারাতে। উল্টো তাদের প্রতিপক্ষ বেশি সুযোগ পেয়ে তিন পয়েন্ট না পাওয়ার আফসোস করেছে। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্র দিয়ে। কিংস অ্যারেনাতে আবাহনীর বিপক্ষে আক্রমণে এগিয়ে ছিল ফর্টিজ। তাদেরকে অনেকটা চাপে রেখে গোল করার চেষ্টা করেও সফল হতে পারেনি ওমর, জয়রা। আকাশী-নীল জার্সিধারীদের গোলকিপার মিতুল মারমা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। প্রতিপক্ষের সুযোগগুলো নস্যাৎ করে দিতে তার জুড়ি ছিল না। লিগে ছয় ম্যাচে আবাহনীর এটি চতুর্থ জয়, একটি করে ড্র ও হারে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ফর্টিজ তৃতীয় ড্রতে সাত পয়েন্টে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। অন্যদিকে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৩-০ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারিয়েছে। ছয় ম্যাচে চতুর্থ জয়ে ১১ পয়েন্টে চারে গোপীবাগের দলটি। ইয়ংমেন্ট সমান ম্যাচ খেলে আগের তিন পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত