বোল্যান্ড-স্টার্কের তোপে অল্পতেই গুটিয়ে গেলো ভারত

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

সাতজন পৌঁছালেন দুই অঙ্কের রানে। কিন্তু ইনিংস লম্বা করে ফিফটি পর্যন্ত যেতে পারলেন না কেউ। পঞ্চাশ ছোঁয়া কোনো জুটির দেখাও মিললো না। ঘাসে ঢাকা উইকেটে অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ভারত গুটিয়ে গেল দুইশর নিচে। গতকাল শুক্রবার সিডনিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের প্রথম দিনে টস জিতে আগে ব্যাট করতে নামা ভারতের সিদ্ধান্ত ফলপ্রসূ হয়নি। তৃতীয় সেশনে তাদেরকে প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানে অলআউট করে দিয়েছে অজিরা। বিশ্রামে যাওয়া রোহিত শর্মার অনুপস্থিতিতে জাসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন সফরকারীরা খেলতে পেরেছে ৭২.২ ওভার। ছন্দে থাকা স্বাগতিকদের তিন পেসার মিলে নেন ৯ উইকেট। ১৮ ওভারে আটটি মেডেনসহ ২৭ রানে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল স্কট বোল্যান্ড। মিচেল স্টার্ক ৩ উইকেট পান ৪৯ রানের বিনিময়ে। অধিনায়ক প্যাট কামিন্স ২ উইকেট শিকার করেন ৩৭ রানে। বাকি উইকেটটি নেন অফ স্পিনার ন্যাথান লায়ন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন পাঁচে নামা রিশভ পান্ত। তিনি ৯৮ বল খেলে তিনটি চারের সঙ্গে মারেন একটি ছক্কা। বিশের ঘরে যেতে পারেন আর তিনজন। ৯৫ বলে তিনটি চারে ২৬ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। অতিরিক্ত খাত থেকেও আসে ২৬ রান। শেষ খেলোয়াড় হিসেবে বুমরাহ আউট হন ১৭ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২২ রানে। ফর্মহীনতায় নিজেকে সরিয়ে নেয়া নিয়মিত অধিনায়ক রোহিতের জায়গায় একাদশে ঢোকা শুবমান গিল দুটি চারে ৬৪ বলে করেন ২০ রান। নতুন বলে ভারতের ওপেনারদের বিদায় করে দেয় অস্ট্রেলিয়া। ১৭ রানে পড়ে যায় ২ উইকেট। পঞ্চম ওভারে লোকেশ রাহুলকে সাজঘরে পাঠান স্টার্ক। যশস্বী জয়সওয়াল অষ্টম ওভারে শিকার হন বোল্যান্ডের। ঠিক পরের বলেই বিরাট কোহলির ক্যাচ আউট না হওয়া নিয়ে ছড়ায় উত্তাপ।

ক্রিজে গিয়ে বোল্যান্ডের মুখোমুখি হওয়া প্রথম বলেই ক্যাচ তোলেন কোহলি। দ্বিতীয় স্লিপে স্টিভেন স্মিথ ডানদিকে ঝাঁপিয়ে বল হাতে জমানোর চেষ্টা করেন। বল শেষ মুহূর্তে মুঠোয় নিতে না পারলেও উপরের দিকে ছুড়ে দেন স্মিথ। গালিতে থাকা মারনাস লাবুশেন অনায়াসে বল লুফে নেন। অজিরা উল্লাসে মেতে উঠলেও মাঠের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাইকেল গফ সিদ্ধান্ত নেয়ার ভার ছেড়ে দেন তৃতীয় আম্পায়ারের হাতে। রিপ্লে দেখে জোয়েল উইলসন সিদ্ধান্ত দেন, বল স্মিথের হাতে থাকাকালীন মাটি স্পর্শ করেছে। তাই শূন্য রানে বেঁচে যান কোহলি। তবে টিভি আম্পায়ারের সঙ্গে একমত হতে পারেনি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মাঠের ভেতরে তাদেরকে হতাশা প্রকাশ করতে দেখা যায়। ফলে মেলবোর্নে গত টেস্টে জয়সওয়ালের ক্যাচ নিয়ে বিতর্কের রেশ শেষ না হতেই আলোচনার খোরাক হয়ে এসেছে কোহলির ক্যাচ।

ধাক্কা সামলে এরপর জুটি গড়ার চেষ্টা করেন কোহলি ও গিল। প্রথম সেশন নির্বিঘ্নেই প্রায় কাটিয়ে দিয়েছিলেন দুজন। তবে বিপদ ঘটে মধ্যাহ্ন বিরতির ঠিক আগের বলে। ক্রিজ ছেড়ে বেরিয়ে দ্বিধায় পড়ে যাওয়া গিল স্লিপে স্মিথের তালুবন্দি হন লায়নের বলে। ভাঙে ১০৬ বলে ৪০ রানের জুটি। সুযোগ কাজে লাগাতে পারেননি কোহলি। আবারো অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। বোল্যান্ডের বলে তৃতীয় স্লিপে অভিষিক্ত বাউ ওয়েবস্টারের হাতে জমান বল। ১৭ রানে থামা কোহলি খেলেন ৬৯ বল। বাউন্ডার মারতে পারেননি একটিও। এরপর পান্ত ও জাদেজা মিলে গড়েন প্রতিরোধ।

রান আনার চেয়ে উইকেটে টিকে থাকাই হয়ে ওঠে ভারতীয়দের মূলমন্ত্র। এই পরিকল্পনা কাজেও দেয়। প্রথম সেশনে ২৫ ওভারে ৩ উইকেটে ৫৭ রান তোলা দলটি দ্বিতীয় সেশনে ২৫ ওভারে ৫০ রান তুলতে হারায় ১ উইকেট। কিন্তু চা বিরতির পর ফের বোল্যান্ডের তোপে পড়ে তারা। থামে ১৫১ বলে ৪৮ রানের জুটি।

পরপর দুই বলে পান্ত ও নিতিশ কুমার রেড্ডিকে আউট করেন বোল্যান্ড। নিতিশ নেন প্রথম বলে শূন্য রানে আউট হওয়ার তেতো স্বাদ। ১২০ রানে ৬ উইকেট পড়ে যাওয়া ভারতের বাকি উইকেটগুলো ভাগাভাগি করে নেন স্টার্ক ও কামিন্স। এরপর ব্যাটিংয়ে নেমে দিনের শেষ বলে অস্ট্রেলিয়া হারায় উসমান খাওয়াজাকে। ১০ বলে ২ রানে বুমরাহর শিকার হন তিনি। স্যাম কন্সটাস ক্রিজে আছেন ৮ বলে ৭ রানে। ৩ ওভারে ১ উইকেটে ৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে অজিরা।