লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
গত মৌসুমটা খুব ভালো না কাটলেও চলতি মৌসুমে দুর্দান্ত খেলছেন মোহামেদ সালাহ। লিভারপুলের হয়ে প্রায় প্রতি ম্যাচেই গোল কিংবা অ্যাসিস্ট রয়েছে তার। কিন্তু তাতে যেন দুঃখ বাড়ছে অলরেড ভক্তদের। কারণ মৌসুম শেষেই লিভারপুল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন এই মিশরিয় তারকা। সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে সালাহ জানান, এই গ্রীষ্মে তার চুক্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই লিভারপুল ছাড়ার পরিকল্পনা করছেন তিনি। মিশরের এই আন্তর্জাতিক ফুটবল তারকা বলেছেন, এটাই অ্যানফিল্ডে তার ‘শেষ বছর’ এবং বিদায় বেলায় প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ক্লাবকে একটি স্মরণীয় মুহূর্ত উপহার দিতে চান। অর্থাৎ নাটকীয় কিছু না হলে শেষ পর্যন্ত এটাই হচ্ছে লিভারপুলের জার্সিতে সালাহর শেষ মৌসুম। অথচ এ মৌসুমে পারফরম্যান্সে তার ধারে কাছে নেই কেউ। এরমধ্যেই ১৮টি লিগ ম্যাচে করে ফেলেছেন ১৭টি গোল। এরসঙ্গে সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরো ১৩টি। সেই সাক্ষাৎকারে সালাহ বলেন, ‘আমার তালিকার প্রথম বিষয়টি ছিল লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতা। গত সাত বা আট বছর ধরে আমার সাক্ষাৎকারগুলোতে আমি সবসময় বলেছি (আমি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই)। তবে এবারই প্রথম আমি সত্যিই লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিততে চাই বলে বলছি।’
২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল লিভারপুল। কিন্তু সে বছর করোনাভাইরাস মহামারির কারণে সেভাবে উদযাপন করতে পারেনি ক্লাবটি। তাই কেন তিনি এই শিরোপা জিততে এতটা মনোযোগী জানতে চাইলে, সালাহ উত্তর দেন, ‘আমার কোনো ধারণা নেই। সম্ভবত আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে আমাদের জেতা শিরোপাটি উদযাপন করতে পারিনি বলেই। এছাড়াও, এটা আমার শেষ বছর ক্লাবে, তাই আমি শহরের জন্য কিছু বিশেষ কিছু করতে চাই।’
মিশরীয় তারকা বলেন, ‘এই চিন্তাটাই আমার মাথায় ছিল। আমরা প্রায় ৩০ বছর ধরে সেই শিরোপার জন্য অপেক্ষা করেছিলাম। তাই, জিতেও সেই সময় মহামারির কারণে আমরা ঠিকভাবে উদযাপন করতে পারিনি। এটি খুব ভালো অভিজ্ঞতা ছিল না। আশা করছি, এবার আমরা সেটি করতে পারব।’ এদিকে সালাহ আরো জানিয়েছেন যে, তিনি স্প্যানিশ ভাষা শিখছেন, যা তাকে লা লিগায় যাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়। তবে প্যারিস সেন্ট-জার্মেই এবং সৌদি আরবের লোভনীয় প্রস্তাবের সঙ্গেও যুক্ত রয়েছেন। যদিও লিভারপুল এখনো তাকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক এই সাক্ষাৎকার তার ক্লাব ছাড়ার ইঙ্গিত আরো দৃঢ় করেছে।