সতীর্থের সঙ্গে সংঘর্ষ, নাক ভাঙলো ব্যাটারের

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ক্যাচ ধরার চেষ্টায় বিপরীত দিক থেকে দ্রুত দৌড়ে আসছিলেন ক্যামেরন ব্যানক্রফট ও ড্যানিয়েল স্যামস। বলে চোখ রাখায় দুই ফিল্ডারের কেউই অন্যজনকে খেয়াল করেননি। বিপজ্জনক সংঘর্ষে আঘাত পেয়ে দুইজনকেই যেতে হয়েছে হাসপাতালে। বিগ ব্যাশ লিগের বাকি অংশে ব্যানক্রফটের খেলা নিয়ে জেগেছে প্রবল অনিশ্চয়তা।

তার সিডনি থান্ডার সতীর্থ স্যামসের মাঠের বাইরে থাকতে হবে অন্তত ১২ দিন। পার্থের অপ্টাস স্টেডিয়ামে গত শুক্রবার রাতে পার্থ স্কর্চার্সের ইনিংসের ষোড়শ ওভারে এই দুর্ঘটনা ঘটে। লকি ফার্গুসনের বলে অনেক উপরে ক্যাচ দেন কুপার কনলি। ৩০ গজ থেকে সেদিকে দ্রুত দৌড় দেন স্যামস আর সীমানা থেকে একইভাবে এগিয়ে আসতে থাকেন ব্যানক্রফট। মুখোমুখি সংঘর্ষে ঠুকে যায় তাদের মাথা। দুইজনই কিছুটা সময় পড়ে থাকেন মাটিতে। থান্ডারের খেলোয়াড়রা দ্রুত এগিয়ে আসেন দুই সতীর্থের কাছে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সাহায্য চান তারা, সাড়াও মেলে দ্রুত। মিনি অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে সরিয়ে নেয়া হয় স্যামসকে। ফিজিওর সাহায্য নিয়ে হেঁটেই বেরিয়ে আসেন ব্যানক্রফট। তার নাক থেকে তখন রক্ত ঝরছিল। নাক ভেঙেছে ব্যানক্রফটের, চিড় ধরা পড়েছে কাঁধে। এতে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন তিনি। সিটি স্ক্যান করানো হয়েছে দুই ক্রিকেটারের। তাতে বড় কোনো চোটের আভাস অবশ্য মেলেনি। আপাতত পার্থেই থাকবেন ব্যানক্রফট ও স্যামস। তাদের সঙ্গে দলের স্টাফদের একটা অংশও সেখানে থাকবেন।